National Pension Scheme: এবার আধার কার্ড দিয়ে যাচাই করতে হবে আপনার সরকারি পেনশন স্কিমের অ্যাকাউন্ট। থাকবে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবস্থা। ওটিপি ছাড়া অ্যাকাউন্টের তথ্য জানা যাবে না আর। সম্প্রতি এই বিজ্ঞপ্তিই জারি করেছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। NPS-এ অ্যাকাউন্ট থাকলে যে কোনও রকম লেনদেনের ক্ষেত্রে সেন্ট্রাল রেকর্ডকিপিং এজেন্সির মাধ্যমে যাচাই করা হবে অ্যাকাউন্টের তথ্য। আগামী ১ এপ্রিল থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।


২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি একটি সার্কুলার জারি করে PFRDA জানিয়েছে যে, সিআরএ সিস্টেমের মধ্যে লেনদেন সংক্রান্ত সমস্ত বিষয়ে সুরক্ষা আরও মজবুত করতে এবং গ্রাহকদের নিরাপত্তা দিতে আরও কিছু সুরক্ষা নীতি যুক্ত করা হবে সিআরএ ব্যবস্থায়। যোগ করা হবে আধারের মাধ্যমে টু-স্টেপ অথেন্টিকেশন পদ্ধতি।


কিছুদিন আগে পর্যন্ত গ্রাহক তাঁর নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়েই কেবল NPS অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেন, লগ ইন করার পর খুব সহজেই সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যেত। অন্য অ্যাকাউন্টে টাকা সরিয়ে নেওয়াও যেত। PFRDA জানিয়েছে সমস্ত গ্রাহককে তাঁদের NPS অ্যাকাউন্টে আধার নম্বর সংযুক্ত করতে হবে। PFRDA সার্কুলারে জানিয়েছে, আধার-ভিত্তিক লগ ইন অথেন্টিকেশনের মাধ্যমে সমস্ত এনপিএস ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়া হবে। একটা নিরাপদ এনভায়রনমেন্ট তৈরি করা হবে।


নতুন লগ ইন সিস্টেম


NPS অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে এবার সম্পূর্ণ নতুনভাবে আধার যাচাইকরণের মাধ্যমে লগ ইন করতে হবে।


কী বদল


এখন যেমন শুধু ইউজার আইডি আর পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্টে লেনদেন করা যেত, এবার থেকে শুরু হবে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন।


কী বলা হয়নি


এখনও পর্যন্ত PFRDA স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সম্পর্কে কিছু সেভাবে জানায়নি। তবে এটা জানানো হয়েছে যে সমস্ত সরকারি নোডাল অফিসে সমস্ত সিআরএগুলিকে পুঙ্খানুপুঙ্খ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করতে বলা হয়েছে।


এর আগেই ১ ফেব্রুয়ারি থেকে বদলে গিয়েছে NPS থেকে টাকা তোলার নিয়মও। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির বিজ্ঞপ্তি অনুসারে এবার থেকে NPS-এর অ্যাকাউন্ট হোল্ডাররা জমা করা অর্থের কেবলমাত্র ২৫ শতাংশই এক লপ্তে তুলতে পারবেন। শিশুদের শিক্ষা, বিয়ের খরচ, বাড়ি কেনা, চিকিৎসা খরচ ইত্যাদির জন্য জমা করা অর্থের মাত্র ২৫ শতাংশ তুলতে পারবেন। এটি, আপনার নিজের ব্যবসা বা স্টার্টআপ শুরু করার জন্য NPS অ্যাকাউন্ট থেকে তোলা যেতে পারে।


আরও পড়ুন: GPT Healthcare IPO: আজই শুরু সাবস্ক্রিপশন জিপিটি হেলথকেয়ারের, প্রাইস ব্যান্ড কত ? কিনবেন ?