Financial Rule Change: আগামী ১ এপ্রিল থেকেই শুরু হবে নতুন অর্থবর্ষ। ২০২৪-২৫ অর্থবর্ষে আর্থিক লেনদেন ও বিনিয়োগ সংক্রান্ত বেশ কিছু নিয়মে বদল আনছে সরকার। এই সমস্ত নিয়ম বদলের প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। এনপিএসের লগ ইন সিস্টেম থেকে FASTag-এর কেওয়াইসি, কিংবা প্রভিডেন্ট ফান্ডের নিয়ম, দেখে নিন ঠিক কী কী বদল হবে ১ এপ্রিল থেকে। না জানলে সমস্যায় পড়তে পারেন আপনি।


এনপিএসের লগ ইনে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন


ভারতের পেনশন ফান্ড নিয়ন্ত্রক সংস্থা PFRDA এবার থেকে নতুন অর্থবর্ষে এনপিএসে লগ ইন করার জন্য টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করতে চলেছে। এতে ব্যবহারকারীর আইডি পাসওয়ার্ড ছাড়াও আধারের তথ্য দিয়ে যাচাই করতে হবে। যে নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে, সেই নম্বরে যাবে ওটিপি। ওটিপি বসালেই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন আপনি।


SBI-এর ক্রেডিট ও ডেবিট কার্ডের নিয়মে বদল


১ এপ্রিল থেকেই বাড়তে চলেছে SBI-এর ডেবিট কার্ডের বার্ষিক মেনটেন্যান্স চার্জ। আর এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে বাড়িভাড়ার দেওয়ার বিনিময়ে যে রিওয়ার্ড পয়েন্ট মিলত তা বন্ধ হয়ে যাবে।


EPFO-র নিয়মেও বদল ঘটেছে


আগে চাকরি বদলালে, এক সংস্থা থেকে অন্য সংস্থায় গেলে গ্রাহককে নিজে থেকে EPFO-র অ্যাকাউন্ট স্থানান্তর করতে হত নতুন সংস্থার কাছে। এবার থেকে এই সমস্ত প্রক্রিয়াটা হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে।


নতুন কর ব্যবস্থাই ডিফল্ট হিসেবে গণ্য হবে


১ এপ্রিল থেকেই আয়করের নিয়মে বড় বদল আসতে চলেছে। আপনি যদি এখনও নতুন বা পুরনো কর ব্যবস্থার মধ্যে কোনও একটি নির্বাচন না করে থাকেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে আপনার ITR ফাইল হয়ে যাবে নতুন কর ব্যবস্থার অধীনে। এই নিয়মে ৭ লাখ টাকা আয় পর্যন্ত কোনও কর দিতে হবে না।


FASTag-এ KYC করা আবশ্যিক  


১ এপ্রিলের আগেই NHAI সাধারণ মানুষকে FASTag অ্যাকাউন্টে KYC আপডেট করাতে বলেছিল। যারা এখনও তা করাননি, তাঁদের অ্যাকাউন্ট ১ এপ্রিলের পর নিষ্ক্রিয় হয়ে যাবে। অ্যাকাউন্টে টাকা থাকলেও এর মাধ্যমে টোল ট্যাক্স দিতে পারবেন না আপনি।


বিমার নিয়মে বড় বদল


IRDAI এই নতুন অর্থবর্ষ থেকে বিমার সারেন্ডার চার্জ কমিয়ে দিয়েছে। এই নতুন নিয়মে গ্রাহক যত পরে পলিসি সারেন্ডার করবেন তত বেশি সারেন্ডার ভ্যালু পাবেন। ৪ বছর থেকে ৭ বছরের মধ্যে পলিসি সারেন্ডার করলে সারেন্ডার ভ্যালু তুলনায় অনেকটাই বেশি পাবেন আপনি।


আরও পড়ুন: Shapoorji Pallonji IPO: ৭০০০ কোটির আইপিও নিয়ে আসছে এই রিয়েল এস্টেট গ্রুপ, কবে আসবে বাজারে ?