কলকাতা: ব্যাঙ্ক-বিনিয়োগ-নির্দিষ্ট অর্থমূল্যের বেশি কেনাকাটা- এসব ক্ষেত্রেই প্রয়োজন হয় প্যান কার্ডের।


PAN- এর অর্থ Permanent Account Number. যে কোনও রকম আর্থিক লেনদেনে প্রয়োজন হয় প্যানের। প্যানের নম্বর দিতে হয় সব নথিতে। এই নম্বর ১০ সংখ্যার হয়। বিভিন্ন ইংরেজি বর্ণমালা এবং সংখ্যা মিলেমিশে তৈরি হয়। প্রতিটি বিভিন্ন কারণেই ব্য়বহার করা হয়। এগুলির অর্থ কী রয়েছে? কীভাবে বেছে নেওয়া হয় এটি?


প্যানের প্রথম তিনটি অক্ষর একটি অ্যালফাবেটিক সিরিজ থেকে নেওয়া হয়। AAA- থেকে ZZZ- এই সিরিজ থেকে বেছে নেওয়া হয়


চতুর্থ স্থানে যে অক্ষর থাকে সেটি বোঝায় কার প্যান। ওই অক্ষরের একটি অর্থ রয়েছে।


P- ব্যক্তি মানুষ হলে এই অক্ষর থাকে
C- প্রতিষ্ঠানের প্যান হলে এই অক্ষর থাকে
H- হিন্দু অবিভক্ত পরিবার (Hindu Undivided Family)
A- Association of Persons -হলে
B- Body of Individuals -হলে
G- সরকারি সংস্থার ক্ষেত্রে
J- Artifical Juridical Person
L- Local Authority-এর ক্ষেত্রে
F- ফার্ম এবং লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপের জন্য 
T- Trust-এর ক্ষেত্রে  


পঞ্চম স্থানে যে অক্ষর থাকে--- সেটি প্যান হোল্ডারের পদবীর প্রথম অক্ষর। ব্যক্তিগত প্যান না হলে প্য়ান হোল্ডারের নামের প্রথম অক্ষর থাকে এখানে


এরপর চারটি সংখ্যা থাকে। সেটি ০০০১-৯৯৯৯ এই সিরিজের মধ্যে থেকে বাছাই করে নেওয়া হয়। এতে কোনও তথ্য লুকনো থাকে না। 


শেষে একটি অক্ষর থাকে। এটি আসলে চেক ডিজিট- PAN-এ এটি যোগ করা হয় আরও ইউনিক করতে।


আপনার প্যান কার্ড অ্যাক্টিভেট আছে নাকি নেই, বুঝবেন কীভাবে?


অফশিয়াল ই-ফাইলিং পোর্টালে লগ-ইন করতে হবে ইউজারদের। https://www.incometax.gov.in/iec/foportal/ এখানে যেতে হবে। এবার Quick Link অপশনে ক্লিক করতে হবে এবং Verify Your PAN Details এই হাইপার লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর ইউজারদে নিজেদের প্যান অম্বর, পুরো নাম, জন্মতারিখ এবং স্টেটাস দিতে হবে। একদম শেষে দিতে হবে ক্যাপচা। এরপর সাবমিট বাটনে ক্লিক করে প্যান কার্ডের যাবতীয় তথ্য ভেরিফাই করা যাবে।  


প্যান কার্ড অ্যাক্টিভেট করার বিভিন্ন পর্যায়
প্রথমে যেতে হবে হবে https://www.incometax.gov.in/iec/foportal/ এই ওয়েবসাইটে। এরপর আধার-প্যান লিঙ্ক করার অপশন অনুসারে এগোতে হবে। এরপর বিস্তারিত বিবরণ পূরণ করে CHALLAN NO./ITNS 280- তে ক্লিক করে আধার-প্যান লিঙ্কের রিকোয়েস্ট সাবমিট করতে হবে অর্থাৎ জমা দিতে হবে। পেনাল্টি দেওয়ার জন্য পেমেন্ট মোড বেছে নিতে হবে এরপর। তারপর Assessment Year (AY) এবং পুরো ঠিকানা দিয়ে প্যান নম্বর যুক্ত করতে হবে। 


আরও পড়ুন: পুরনো প্যান কার্ড থাকলেই বদলাতে হবে ? কী বলছে সরকারি নিয়ম