Gas Cylinder: উৎসবের মরসুমের আগেই সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার(Central Government)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)  সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ফের গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বাড়িয়ে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের স্বস্তি দিল সরকার। 


সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি
এবার থেকে এই ভর্তুকি বাড়িয়ে 300 টাকা করা হয়েছে। সম্প্রতি ওনামের উৎসবে কেন্দ্রীয় মন্ত্রিসভা উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য এলপিজি ভর্তুকি 200 টাকা বাড়িয়েছিল। ফের তা আরও 100 টাকা বাড়িয়ে 300 টাকা করেছে সরকার।


উজ্জ্বলা প্রকল্পে কবে পরিবর্তন ?
2022 সালের মে পরে কেন্দ্রীয় সরকার পিএম উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের প্রতি সিলিন্ডারে 200 টাকা ভর্তুকি দেওয়া শুরু করে। এক বছরে 12টি সিলিন্ডারের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে। যার মেয়াদ আগে 31 মার্চ 2024 পর্যন্ত বাড়ানো হয়েছিল। এর পরে অগাস্টে সরকার এর উপর আরও 200 টাকা ভর্তুকি ঘোষণা করেছে। তারপরে এই গ্যাস সিলিন্ডারগুলি 700 টাকায় পাওয়া যাচ্ছে। আজ এর পরিধি 100 টাকা বাড়িয়ে মোট 300 টাকা ভর্তুকি ঘোষণা করা হয়েছে, তারপরে এখন এই গ্যাস সিলিন্ডারগুলি মহিলাদের জন্য 600 টাকায় পাওয়া যাচ্ছে।


কেন্দ্রীয় বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী 
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে বলেছেন, "প্রধানমন্ত্রী মোদির সভাপতিত্বে মন্ত্রিসভা কো-অর্ডিনেশন কমিটি ও ওনাম উপলক্ষে এলপিজি সিলিন্ডারের দামে 200 টাকা ভর্তুকি দিয়েছে। যার ফলে দাম 1100 টাকা থেকে কমে 900 টাকা হয়েছে। তারপরে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা 700 টাকায় গ্যাস পেতে শুরু করেন৷ উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা এখন 300 টাকা ভর্তুকি পাবেন, অর্থাৎ তারা এখন 600 টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন।"


উজ্জ্বলা যোজনা কবে শুরু হয়েছিল ?
1 মে 2016 থেকে কেন্দ্রীয় সরকার দরিদ্র মহিলাদের জন্য উজ্জ্বলা প্রকল্প শুরু করেছে। যার 7 বছর হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে প্রায় কোটি সুবিধাভোগী এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে সিলিন্ডারের দাম বেড়ে 1100 টাকা হয়েছে, যা উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা 800 টাকায় পাচ্ছেন।


Fuel Price Hike: বিশ্ববাজারে ফের কমল অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার দেশের বেশকিছু শহরে দাম কমল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price)। জেনে নিন কলকাতায় কত হল জ্বালানির মূল্য।


অপরিশোধিত তেলের দামের কী অবস্থা
 বৃহস্পতিবার অনেক শহরেই জ্বালানির দামে পরিবর্তন এসেছে। অনেক জায়গায় দাম বেড়েছে আবার অনেক জায়গায় দামও কমেছে। আমরা যদি অপরিশোধিত তেলের দামের কথা বলি,তবে এর বৃদ্ধি অব্যাহত রয়েছে। WTI অপরিশোধিত তেলের দাম 0.12 শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এটি ব্যারেল প্রতি 84.32 ডলারে রয়ে গেছে। ব্রেন্ট অশোধিত তেলের কথা বললে, এর দাম 0.15 শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এটি ব্যারেল প্রতি 85.94 ডলারে লেনদেন করছে।


Perfume Ban in Flight: বিমানে ব্যবহার করা যাবে না পারফিউম ! এঁদের ওপর নিষেধাজ্ঞার খাঁড়া