Paytm Account: ১৫ মার্চের পরে আর লেনদেন করা যাবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে। অ্যাকাউন্টে আর কোনও টাকা জমা পড়বে না এই তারিখের পরে। ইউপিআই সংযুক্ত থাকলেও তা নিষ্ক্রিয় হয়ে যাবে ১৫ মার্চের পরে। বাধ্যতামূলকভাবে পেটিএমের (Paytm Payments Bank) সঙ্গে অন্য কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। কিন্তু আর মাত্র দুদিন বাকি ডেডলাইনের, এখনও পর্যন্ত পেটিএমের তরফ থেকে কিছু জানা যায়নি যে পেমেন্টস ব্যাঙ্কের এতগুলি অ্যাকাউন্ট ১৫ মার্চের পরে কোন ব্যাঙ্কে সরিয়ে নিয়ে যাওয়া হবে।


কোন কোন ব্যাঙ্কে হস্তান্তর হতে পারে


তবে এখনও পর্যন্ত কানারা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক এবং কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক এই দৌড়ে এগিয়ে রয়েছে। তবে পেটিএম কর্তৃপক্ষ এখনও সিদ্ধান্তে আসেনি এই বিষয়ে। যে সময় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (Paytm Payments Bank) উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখনও পর্যন্ত এর অধীনে ৩ কোটি মার্চেন্ট অ্যাকাউন্ট ছিল। এর আগে প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, ২৯ ফেব্রুয়ারির পর আর লেনদেন হবে না এই পেমেন্টস ব্যাঙ্কে, তবে পরে এই ডেডলাইন (Paytm Crisis) বাড়ানো হয় ১৫ মার্চ পর্যন্ত।


পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্টের কী হবে


পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক (Paytm Payments Bank) এর আগে এই সমস্ত মার্চেন্টদের আর্থিক লেনদেনের সুবিধে দিয়ে এসেছে। তবে এবার পেটিএম ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে সমস্ত অ্যাকাউন্ট কোন ব্যাঙ্কে হস্তান্তর হবে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। কোনও একটি ব্যাঙ্ক বেছে নেওয়া হবে নাকি কিছু কিছু করে অ্যাকাউন্ট কয়েকটি নির্দিষ্ট ব্যাঙ্কে হস্তান্তর হবে তা নিয়ে কোনও কিছু জানা যায়নি। আর যে সমস্ত ব্যাঙ্কের নাম উঠে আসছে, তারাও এই ব্যাপারে এখনও নীরব।


সংশয় দূর করেছে রিজার্ভ ব্যাঙ্ক


এর আগে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) একটি FAQ তালিকা প্রকাশ করে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত সংশয় দূর করেছে, সব প্রশ্নের উত্তর দিয়েছে। তবে জানা গিয়েছিল যে ব্যবসায়ী এবং ইউপিআই ব্যবহারকারীরা এই পেটিএম হ্যান্ডল ব্যবহার করতে পারবেন। এও বলা হয়েছিল যে কিউআর কোড ও POS ব্যবহার জারি রাখার জন্য। রিজার্ভ ব্যাঙ্ক নিশ্চিত করতে চেয়েছে যাতে ব্যবহারকারীরা ১৫ মার্চের পরেও পেটিএম নিয়ে কোনও সমস্যায় না পড়েন।


ব্যাঙ্কের তরফে কী জানা যাচ্ছে


ব্যাঙ্কগুলি যদি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (Paytm Payments Bank) এই ৩ কোটি অ্যাকাউন্ট পরিচালনা করে তাহলে তাঁদের বার্ষিক ৭০ কোটি টাকা পর্যন্ত খরচ বাড়তে পারে। এইসমস্ত অ্যাকাউন্টে ২০০০ টাকারও কম মূল্যের লেনদেন বেশি হয়ে থাকে। সমস্ত ব্যাঙ্কই কমবেশি ধারণা করেছে যে বছরে ঠিক কত খরচ হবে এই অ্যাকাউন্ট পরিচালনায়।


আরও পড়ুন: Market Crash: সেবির সতর্কবার্তার পরেই বিরাট ধস স্মলক্যাপ-মিডক্যাপে, ১১ লাখ কোটি খোয়ালেন বিনিয়োগকারীরা- কী করবেন ?