EPFO Update: এই নথি জমা না দিলে বন্ধ হয়ে যাবে পেনশন। সেই ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে পেনশনহোল্ডারদের। আগামী ৩০নভেম্বরের মধ্যে জীবন প্রমাণপত্র (Life Certificate)  জমা না দিলেই চিন্তা বাড়বে পেনশনহোল্ডারদের।  


Life Certificate: প্রতি বছর জমা দিতে হয় এই নথি
পেনশনহোল্ডারদের  পেনশন চালিয়ে যেতে ৩০ নভেম্বর ২০২২-এর মধ্যে জমা দিতে হবে বার্ষিক জীবন শংসাপত্র। আগেই কেন্দ্রীয় সরকার ৮০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ পেনশনভোগীদের জন্য এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার তারিখ ১ নভেম্বরের পরিবর্তে ১ অক্টোবর করেছে।  প্রতি বছর এই নির্দিষ্ট বয়সের নাগরিকরা ১ অক্টোবর থেকে বার্ষিক জীবন শংসাপত্র জমা দিতে পারেন। 


EPFO Update: এভাবে সার্টিফিকেট জমা দিন
মূলত, লাইফ সার্টিফিকেট জমা দিলেই পেনশনার বেঁচে আছেন কিনা জানতে পারে সরকার। যার ওপর ভিত্তি করেই চলে পেনশন জমা দেওয়ার তোড়জোড়। এই সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আপনি অনেক পদ্ধতি অবলম্বন করতে পারেন। জেনে নিন, ঠিক কী কী পদ্ধতিতে এই জীবন প্রমাণপত্র জমা দেওয়া যায়।


Jiban Praman Patra: কী কী পদ্ধতিতে পেতে পারেন সার্টিফিকেট ? 
১ লাইফ সার্টিফিকেট নিজেই অনলাইনে তৈরি করা যেতে পারে। আপনি কেন্দ্রীয় সরকারের লাইফ সার্টিফিকেট পোর্টাল https://jeevanpramaan.gov.in থেকে ডিজিটালভাবে জীবন শংসাপত্র তৈরি করতে পারেন। 
২ আধার ভিত্তিক প্রমাণীকরণের মাধ্যমে ডিজিটাল শংসাপত্র তৈরি করা যেতে পারে।
৩ ডোর স্টেপ সার্ভিসের মাধ্যমে পেনশন ও পেনশনভোগীরা ১২টি পাবলিক সেক্টর ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং অ্যালায়েন্স বা ডাক বিভাগের ডোরস্টেপ পরিষেবা ব্যবহার করে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন।


৪ ডোরস্টেপ ব্যাঙ্কিং অ্যালায়েন্স হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), ব্যাঙ্ক অফ বরোদা (BOB), ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BOI), কানারা ব্যাঙ্ক,ইন্ডিয়ান ব্যাঙ্ক,ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র নিয়ে মোট ১২টি পাবলিক সেক্টর ব্যাঙ্কের মাধ্যমে এই সার্টিফিকেট জমা দিত পারবেন আপনি।


১৩  doorstepbanks.com  বা www.dsb.imfast.co.in/doorstep/login  বা ডোরস্টেপ ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ বা টোল ফ্রি নম্বরে (18001213721 বা 18001037188) কল করে ব্যাঙ্কের ডোরস্টেপ পরিষেবা বুক করতে পারেন আপনি। সেই ক্ষেত্রে ঘরে বসেই পাবেন সুবিধা।


১৪ আপনি যদি ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে না পারেন, তাহলে আপনার পেনশন ব্যাঙ্কের শাখায় গিয়ে এই সার্টিফিকেট জমা করতে পারেন। 


আরও পড়ুন : Post Office Scheme: দিনে ৯৫ টাকা দিয়ে পান ১৪ লক্ষ, পোস্ট অফিস দিচ্ছে এই স্কিম