Continues below advertisement

PM Kisan 21st Instalment : একবার দেখে নিয়ে নিশ্চিত হোন। আপনার অ্য়াকাউন্টেও কি পড়েছে ২০০০ টাকা। আজই মোদি সরকার সব মিলিয়ে এই স্কিমে ১৮,০০০ কোটি টাকা পাঠিয়েছে। কীভাবে দেখবেন টাকা এসেছে কিনা ? 

আজই এই টাকা পাঠিয়েছে সরকারপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার তামিলনাড়ুর কোয়েম্বাটোরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২১তম কিস্তির উদ্বোধন করেছেন। যার মাধ্যমে ৯ কোটিরও বেশি কৃষককে ১৮,০০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা প্রতি চার মাসে ২,০০০ টাকা পান। সব মিলিয়ে বার্ষিক মোট ৬,০০০ টাকা দেওয়া হয় এই স্কিমে। মানে সরাসরি (ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার) এর মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ক্রিকেটাররা।

Continues below advertisement

আজ কোন অনুষ্ঠানে এই টাকা বিতরণআজ এই অনুষ্ঠানের সময় প্রধানমন্ত্রী মোদি দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলনেরও উদ্বোধন করেছেন। এর আগে ২০তম কিস্তি আগস্ট মাসে দেওয়া হয়েছিল, যার ফলে ২.৪ কোটি মহিলা কৃষক সহ ৯.৮ কোটিরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। প্রথম ২০টি কিস্তির মধ্যে প্রধানমন্ত্রী মোদি এই প্রকল্পের আওতায় ৩,৯০,০০০ কোটি টাকারও বেশি বিতরণ করেছেন।

প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প আসলে কী ?

প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা প্রতি চার মাসে ২,০০০ টাকা পান, যা বার্ষিক ৬,০০০ টাকা। প্রতি বছর এই অর্থ তিনটি কিস্তিতে দেওয়া হয়। এপ্রিল-জুলাই, আগস্ট-নভেম্বর এবং ডিসেম্বর-মার্চ এই টাকা দেওয়া হয়। এই ক্ষেত্রে তহবিল সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। ২০১৯ সালের অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পটি ঘোষণা করেছিল মোদি সরকার। এটি এখন বিশ্বের বৃহত্তম ডিরেক্ট ট্রান্সফার বেনিফিট প্রকল্পে পরিণত হয়েছে

প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় কীভাবে সুবিধাভোগীর স্ট্যাটাস পরীক্ষা করবেন ?

১ প্রথমে অফিসিয়াল পিএম কিষাণ পোর্টালে যান: https://pmkisan.gov.in

২ হোমপেজে, ‘ফার্মার্স কর্নার’-এর অধীনে, ‘বেনিফিশারি লিস্ট’-এ ক্লিক করুন।

৩ এখানে আপনার রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক ও গ্রামের নাম লিখুন।

৪ আপনার গ্রামের সুবিধাভোগীদের তালিকা দেখতে ‘গেট রিপোর্ট ’-এ ক্লিক করুন।

কারা পিএম কিষাণ প্রকল্পের জন্য যোগ্য ?

পিএম-কিষাণের ১৯তম কিস্তির জন্য যোগ্য হতে হলেএকজন ব্যক্তিকে নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে:

ভারতীয় নাগরিক

চাষযোগ্য জমির মালিক

একজন ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে

প্রতি মাসে কমপক্ষে ১০,০০০ টাকা পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত ব্যক্তি হতে হবে না

আয়করের জন্য আবেদন করেননি

প্রাতিষ্ঠানিক জমির মালিক হতে হবে না।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির জন্য কীভাবে আবেদন করবেন ?

ধাপ ১: https://pmkisan.gov.in/ দেখুন

ধাপ ২: ‘নিউ ফার্মার রেজিস্ট্রেশন’-এ ক্লিক করুন এবং আধার নম্বর লিখুন এবং ক্যাপচা পূরণ করুন

ধাপ ৩: প্রয়োজনীয় বিবরণ লিখুন এবং ‘ইয়েস’-এ ক্লিক করুন

ধাপ ৪: প্রধানমন্ত্রী-কিষাণ আবেদনপত্রে জিজ্ঞাসা করা তথ্য পূরণ করুন, এটি সংরক্ষণ করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন।