Jan Samarth Portal Benefits: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আর্থিক পরিকল্পনার সুবিধা পেতে লগ ইন করতে হবে না একাধিক পোর্টালে। নাগরিকদের এই সমস্যা দূর করতে এক পোর্টালের মধ্যেই জুড়ে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমের সুবিধা। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, শীঘ্রই এরকম একটি পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছে মোদি সরকার। 


Jan Samarth Portal: ডিজিটালাইজেশনের ওপর জোর
কেন্দ্রের মোদি সরকার দেশে ডিজিটালাইজেশনের উপর জোর দিচ্ছে। সরকারের সব স্কিমগুলিকে সবার কাছে পৌঁছে দিতে প্রতিটি স্কিম অনলাইনে আনতে চাইছে কেন্দ্র। সরকারের ধারণা, সব সরকারি স্কিম ডিজিটালাইজড হয়ে গেলে সমস্যা ছাড়াই স্কিমের সুবিধা নিতে পারবে দেশবাসী।


Jan Samarth Portal Benefits: কী পোর্টাল আনছে সরকার ?
সরকারি স্কিমের সর্বোচ্চ সুবিধা দিতে ও বিভিন্ন পোর্টালে লগইন করার সমস্যা দূর করতে কেন্দ্রীয় সরকার একটি সাধারণ পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই পোর্টালের নাম 'জন সামর্থ' পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে এক জায়গায় আপনি বিভিন্ন সরকারি স্কিমের সুবিধা নিতে পারবেন।


Jan Samarth Portal: ১৫টি স্কিম প্রথম পর্যায়ে অন্তর্ভুক্ত হবে


সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, সরকার 'জন সামর্থ পোর্টালের' মাধ্যমে প্রথম পর্যায়ে প্রায় ১৫ টি সরকারি স্কিম অন্তর্ভুক্ত করার কথা ভাবছে। এর মধ্যে বেশিরভাগ সরকারি স্কিমই ঋণের সঙ্গে যুক্ত। এর সঙ্গে সরকার Minimum Government Maximum Governance-এর নীতি নিয়েছে। সেই কারণে একাধিক মন্ত্রক এই পোর্টালের মাধ্যমে এক সঙ্গে কাজ করবে বলে শোনা যাচ্ছে। 


Jan Samarth Portal Benefits: পোর্টালের মাধ্যমে, সব স্কিমের সুবিধা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে।সরকার এই পোর্টালের মাধ্যমে সব সরকারি স্কিম ইআর পোর্টালে আনতে চায়। এতে সুবিধাভোগীদের জন্য পোর্টালে প্রবেশ করা আরও সহজ করবে। মিডিয়া রিপোর্ট বলছে, এই পোর্টালের পাইলট পরীক্ষা বর্তমানে শুরু হয়ে গিয়েছে। এর সাফল্যের পরই এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।


আরও পড়ুন : 7th Pay Commission: সরকারি কর্মীদের বেতন বৃদ্ধিতে নতুন নীতি ! সপ্তম বেতন কমিশনের পরেই পরিবর্তন ?