PM Kisan Yojona 17th Installment: কৃষকদের জন্য কেন্দ্র সরকার এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পটি চালায়। এই প্রকল্পের অধীনে (PM Kisan Yojona) সরকার বছরে তিনবার সুবিধেভোগী কৃষকদের ২০০০ টাকা করে কিস্তিতে দিয়ে থাকে। অর্থাৎ বছরে প্রতি কৃষক এই প্রকল্পের অধীনে পান ৬০০০ টাকা। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৬টি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করেছে। ১৬তম কিস্তি দেওয়া হয়েছে আগেই। এবার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে ১৭তম কিস্তির টাকা।
কবে মিলবে ১৭তম কিস্তির টাকা
সারা দেশ জুড়ে এখন লোকসভা নির্বাচন চলছে। ১ জুন হবে শেষ দফার ভোট। তারপর ৪ জুন প্রকাশিত হবে ভোটের ফলাফল। এই পরিস্থিতিতে নির্বাচনের ফলাফলের পরে কৃষকরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার (PM Kisan Yojona) টাকা পাবেন বলে ধরে নেওয়া হচ্ছে। ভোটের ফলাফলের পরেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে ১৭তম কিস্তির টাকা। বর্তমান সরকার যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ঠিক কবে এই প্রকল্পের টাকা পাবেন কৃষকরা। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ১৬তম কিস্তির টাকা পাওয়ার দিন। এর আগে কেন্দ্র সরকার ৯ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ২১ হাজার কোটি টাকা পাঠিয়েছে। ২০২৩ সালের নভেম্বর মাসে এই প্রকল্পের ১৫তম কিস্তির টাকা ঢুকেছিল কৃষকদের অ্যাকাউন্টে।
e-KYC করানো আছে তো ?
পিএম কিষাণ সম্মান নিধি (PM Kisan Yojona) প্রকল্পের সুবিধা পেতে তাঁর ১৭তম কিস্তির টাকা পেতে কৃষকদের অবশ্যই তাঁদের অ্যাকাউন্টে e-KYC জমা করতে হবে। এখনও পর্যন্ত কেওয়াইসি জমা না করে থাকলে পিএম কিষাণ পোর্টালে গিয়ে এই কাজটি করে ফেলতে পারেন। বায়োমেট্রিকের ভিত্তিতে বিভিন্ন CSC কেন্দ্রে e-KYC করিয়ে নিতে পারবেন কৃষকরা।
কীভাবে কেওয়াইসির স্ট্যাটাস দেখবেন
এই প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে।
তারপর এর হোম পেজেই দেখতে পাবেন Know Your Status বলে একটা ট্যাব আছে। এই ট্যাবে ক্লিক করতে হবে।
এরপর ক্যাপচা কোড ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে পোর্টালে।
কিছু সময়ের মধ্যে স্ক্রিনে আপনি আপনার কিস্তির টাকা ঢুকেছে কিনা তাঁর স্ট্যাটাস দেখতে পাবেন।
আরও পড়ুন: PAN Card: প্যান কার্ড হারালে কীভাবে ডুপ্লিকেট পাবেন, কত টাকা লাগে চার্জ ?