নয়াদিল্লি: ডিজিটাল ইন্ডিয়ার (Digital India)লক্ষ্যপূরণে আরও এক ধাপ এগিয়েছে ভারত (India)। দেশে গত বছর এটিএম-থেকে টাকা তোলার (ATM cash withdrawals) তুলনায় মোবাইল পেমেন্টসে (mobile payments) বেশি লেনদেন করেছে দেশবাসী। ইনফিনিটি ফোরামে (InFinity Forum) তথ্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।


প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ''কোনও ব্যাঙ্কের শাখা ছাড়াই সম্পূর্ণ ডিজিটাল ব্যাঙ্ক ইতিমধ্যেই দেশে বাস্তবায়নের মুখ দেখেছে। হতে পারে, আগামী দশকের আগে পুরোপুরি ডিজিটাল ব্যাঙ্কের ভাবনা খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে দেশে।'' এই বলেই অবশ্য থেমে থাকেননি প্রধানমন্ত্রী। তাঁর মতে, দেশের প্রত্যেক নাগরিকের আর্থিক ক্ষমতায়ন সুনিশ্চিত করা প্রয়োজন। যা করতে গেলে আর্থিক প্রযুক্তির উদ্যোগকে আর্থিক বিপ্লবের পর্যায়ে নিয়ে যেতে হবে। 


ভারত সরকারের তত্বাবধানে এই অনুষ্ঠানটির আয়োজন করেছে 'ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস সেন্টারস অথরিটি'(IFSCA)। গিফট সিটি ও ব্লুমবার্গের সঙ্গে ৩ ও ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম। অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর অফিসের তরফে জানানো হয়েছে- ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেন এই ইনফিনিটি ফোরামের প্রথম পর্বের সহযোগী দেশ হিসাবে অংশগ্রহণ করেছিল।