PM Svanidhi Yojana: দেশের সার্বিক উন্নয়নে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্পের আওতায় আনা হয়েছে গরিব, কৃষক, মহিলা-সহ আরও অনেককেই। এদের সময়ে-সময়ে বিভিন্ন প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য দিচ্ছে সরকার। এরকমই একটি স্কিমে সরকারের থেকে পুরো ১০,০০০ টাকা নিতে পারেন আপনি। জেনে নিন, কীভাবে এই টাকা আসতে পারে আপনার অ্যাকাউন্টে। 


PM Svanidhi Yojana: কেন্দ্রীয় সরকারের এই স্কিমের নাম পিএম স্বনিধি যোজনা (PM Svanidhi Yojana)। যার অধীনে সরকার 'স্ট্রিট ভেন্ডর' (street vendors) বা রাস্তার বিক্রেতাদের ১০,০০০ টাকা ঋণ দিচ্ছে। সবথেকে বড় বিষয়, এই ঋণ নেওয়ার জন্য কোনও গ্যারান্টি রাখতে হবে না বিক্রেতাকে। এখানেই শেষ নয়, ঋণ সময়মতো শোধ করলে ভর্তুকির সুবিধাও পাবেন বিক্রেতা (street vendors)।


Government Scheme: কারা নিতে পারবেন সুবিধা ?
রাস্তার নাপিতের দোকান, মুচি, পানওয়াড়ি, ধোপা, সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, রাস্তার খাবার দোকান, চা স্টল বা কিয়স্ক, ব্রেড পকোড়া বা ডিম বিক্রেতা, ফেরিওয়ালা, স্টেশনারি বিক্রেতারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।


PM Svanidhi Yojana: ঋণ সংক্রান্ত বিশেষ বিষয়
প্রথমত, ঋণগ্রহিতার মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে।


এই ঋণ কেবল তাদেরই দেওয়া হবে যারা ২৪ মার্চ ২০২০-র আগে বা তার আগে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন।


এই ঋণ কেবল মার্চ ২০২২ পর্যন্ত দেওয়া হবে। তাই যাদের এই ঋণের প্রয়োজন তাঁরা শীঘ্রই এর আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।


শহর ছাড়াও শহরতলি বা গ্রামীণ রাস্তার বিক্রেতারা এই ঋণ পেতে পারেন।


এই ঋণের সুদে ভর্তুকি পাওয়া যায়।এটি সরাসরি কোয়ার্টালি ভিত্তিতে ঋণগ্রহিতার অ্যাকাউন্টে চলে যায়।


Government Scheme: পান গ্যারান্টি ফ্রি লোন এই স্কিমের মাধ্যমে রাস্তার বিক্রেতারা এক বছরের জন্য ১০,০০০ টাকা পর্যন্ত গ্যারান্টি ছাড়াই ঋণ পেতে পারেন। অর্থাৎ ঋণ নিতে আপনাকে কোনও ধরনের কিছু জমা রাখতে হবে না। এ ছাড়াও আপনি মাসিক কিস্তিতে ঋণ শোধ করতে পারবেন।


PM Svanidhi Yojana: ভর্তুকি কখন পাওয়া যাবে জানেন ? বিক্রেতা যদি পিএম স্বনিধি স্কিমে (PM Svanidhi Yojana) প্রাপ্ত ঋণ নিয়মিত শোধ করেন, তবে তাকে প্রতি বছর ৭ শতাংশ সুদ ভর্তুকি দেওয়া হবে। সুদের ভর্তুকির পরিমাণ ত্রৈমাসিক ভিত্তিতে সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। আপনি যদি সময়মতো ঋণ শোধ করেন, তাহলে আপনার ভর্তুকি আপনার অ্যাকাউন্টে জমা পড়বে।


PM Svanidhi Yojana: এই ঋণ পেতে অফিশিয়াল লিঙ্ক দেখে নিন এই ঋণ সম্পর্কে আরও তথ্যের জন্য https://pmsvanidhi.mohua.gov.in/ এই লিঙ্কে যোগাযোগ করতে পারেন।