Aadhaar Update: অন্য কোথাও যেতে হবে না। কেবল আধার কার্ড (Aadhaar Card) থাকলেই পাবেন এই সুবিধা। সামান্য কয়েক ধাপে যাচাই করে নিতে পারবেন আপনার Income Tax Returns (ITR)। তবে সেই ক্ষেত্রে আপনার Aadhaar Card-এর সঙ্গে লিঙ্ক থাকতে হবে PAN Card-এর। তবেই e-verify করতে পারবেন ITR।


Income Tax Return e-verification: সম্প্রতি আধারের এই সুবিধা সম্পর্কে ট্যুইট করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। যেখানে বলা হয়েছে, Income Tax Returns (ITR) যাচাই করে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আধারের সঙ্গে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে।



ITR filing deadline on December 31:
সরকার ২০২০-২১ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন (ITR)দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত বাড়িয়েছে। যা করতে না পারলে জরিমানা হতে পারে।এক কথায় যারা ২০২০-২১ অর্থবর্ষের আয়কর রিটার্ন জানুয়ারি থেকে ফাইল করবেন তাদের নির্দিষ্ট জরিমানা দিতে হবে।


e-Verification of ITR
ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) সফলভাবে দাখিল করার পরে আপনাকে এটি যাচাই করতে হবে। আপনার যাচাই করার পরেই আয়কর বিভাগ (ITD) তা নতুন করে যাচাই করে।


e-verify using Aadhaar OTP
আধার OTP ব্যবহার করে ট্যাক্স রিটার্ন e-Verification করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে।


1 ই-ভেরিফাই পৃষ্ঠায় ‘I would like to verify using OTP on mobile number registered with Aadhaar’ নির্বাচন করুন ও Continue-তে ক্লিক করুন।


2 আধার ওটিপি পৃষ্ঠায় ‘I agree to validate my Aadhaar Details’ চেকবক্সটি নির্বাচন করুন।


3 Generate Aadhaar OTP-তে ক্লিক করুন।


4 এবার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে প্রাপ্ত 6-সংখ্যার OTP লিখুন।


5 Validate-এ ক্লিক করুন।


সবশেষে এই কাজ হয়ে গেলে একটি লেনদেনের আইডি-সহ একটি বার্তা দেখতে পাবেন। এই মেসেজ আপনার রেজিস্টার্ড ইমেল আইডি ও মোবাইল নম্বরেও পাঠানো হবে।


Google Pay New Feature: গুগল পে অ্যাপে নতুন ফিচার, কীভাবে ব্যবহার করবেন জানেন ?


Facebook Alert: খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! নকল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না তো ?