PNB Mobile One App: ব্য়াঙ্কের সময়ের জন্য অপেক্ষা করতে হবে না। এবার থেকে ২৪ ঘণ্টা ব্যাঙ্কিংয়ের সুযোগ দিচ্ছে PNB। গ্রাহকদের সুবিধার্থে PNBone মোবাইল অ্যাপ নিয়ে এল ব্যাঙ্ক। জেনে নিন, কীভাবে রেজিস্টার করতে পারবেন এই অ্যাপে।
Bank News: মোবাইল অ্য়াপ নিয়ে ট্যুইটসম্প্রতি ব্যাঙ্কের নতুন সুবিধার বিষয়ে ট্যুইট করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। যেখানে বলা হয়েছে,এবার থেকে ২৪ ঘণ্টা ব্যাঙ্কের পরিষেবা পেতে নতুন মোবাইল অ্যাপ নিয়ে এসেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যেখানে অ্যাপে রেজিস্টার করতে ডেবিট কার্ডও লাগবে না গ্রাহকদের। কেবল করতে হবে এই কাজ। অ্য়ান্ড্রয়েড ও অ্যাপলের আইওএস-এ পাওয়া যাবে এই মোবাইল অ্যাপ।
PNB Mobile One App: কীভাবে রেজিস্টার করতে হবে অ্যাপে ?১ প্রথমে প্যান , ভোটার আইডি বা অন্য অভিডি তথ্য় দিয়ে রেজিস্টার করতে পারবেন PNB Mobile One অ্যাপে। জন্মের তারিখ দিয়ে এই রেজিস্ট্রেশন করা যাবে।২ এবার OTP যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করুন।৩ এখানে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত ২টি প্রশ্নের উত্তর দিতে হবে।৪ এই পর্বে লগইন ও পাসওয়ার্ড তৈরি করুন।৫ ৭২ ঘণ্টা পর আপনার সব তথ্য় যাচাই হলে অ্যাপের মাধ্য়মে ব্যাঙ্কের লেনদেন করতে পারবেন।
গ্রাহকদের সুবিধার্থে এখন নিত্য় নতুন পরিষেবা নিয়ে আসছে দেশের ব্যাঙ্কগুলি। সেই ক্ষেত্রে প্রতিযোগিতার বাজার ধরে রাখতে গ্রাহকদের অনেক সুবিধা দিচ্ছে ব্যাঙ্কগুলি। সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং শুরু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
State Bank Of India: গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা এনেছে স্টেট ব্যাঙ্ক (SBI)। দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক জানিয়েছে, মিনি স্টেটমেন্ট , অ্যাকাউন্ট ব্যালেন্স ছাড়াও আরও পরিষেবা পাওয়া যাবে এই অ্যাপে। স্টেট ব্যাঙ্কের শেষ পাঁচটি লেনদেনের বিবরণ পাওয়া যাবে এখানে। জেনে নিন, কীভাবে দেখবেন অ্যাকাউন্ট ব্যালেন্স ও মিনি স্টেটমেন্ট।
SBI Whatsapp Banking: কীভাবে রেজিস্টার করবেন এসবিআই হোয়াটঅ্যাপ ব্যাঙ্কিং ?১ স্টেট ব্যাঙ্কের হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা পেতে প্রথমে রেজিস্টার করতে হবে আপনাকে। এসএমএস-এর মাধ্যমে আপনাকে প্রথমে অনুমতি দিতে হবে। যাদের রেজিস্টার করা থাকবে না তাদের প্রথমে রেজিস্টার করতে বলবে ব্যাঙ্ক।
State Bank Of India: কীভাবে পরিষেবা পাবেন ?২ একবার আপনি রেজিস্টার্ড হয়ে গেলে +919022690226 নম্বরে ‘Hi’ এসবিআই টাইপ করুন বা হোয়াটসঅ্যাপে আপনি যে বার্তা পেয়েছেন তার উত্তর দিন Dear Customer আপনি সফলভাবে এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবার জন্য রেজিস্টার্ড হয়েছেন৷৩ একবার আপনি আপনার বার্তা পাঠালে, আপনি এই উত্তরটি পাবেন: