Tax Free Investment Scheme: বিনিয়োগের কথা উঠলেই বেশিরভাগ মানুষ এখনও নিশ্চিত আয়ের রাস্তা খোঁজেন যেখানে কোনও রকম ঝুঁকি ছাড়া বার্ষিক নির্দিষ্ট হারে সুদ মিলবে। আর এই চাহিদা পূরণ করে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (Post Office Scheme) এবং পোস্ট অফিসের বিভিন্ন স্কিম। সাধারণ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় পোস্ট অফিসের বেশ কিছু স্কিমে সুদ বেশি পাওয়া যায় এমনকী এই সুদের উপরে কোনও করও দিতে হয় না।
এমনই একটি পোস্ট অফিসের বিনিয়োগ স্কিম হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম যা এখনও স্বল্প আয়ের ও মধ্যবিত্ত গ্রাহকদের কাছে সমানভাবে জনপ্রিয়। এই স্কিমের সবথেকে বড় সুবিধে হল এর সরকারি নিশ্চয়তা। এই স্কিমে টাকা বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ ও এতে সুদও ভাল মেলে।
২.২৫ লক্ষ টাকার সুবিধে পাবেন এভাবে
জাতীয় সঞ্চয় শংসাপত্র বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম হল ভারত সরকার সমর্থিত একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যা দেশের সমস্ত ডাকঘরগুলিতে পরিচালনা করা হয়। সাধারণ মানুষকে দীর্ঘ সময়ের জন্য অল্প অল্প সঞ্চয়ে উদ্বুব্ধ করার জন্য এই স্কিম চালু করা হয়েছে।
বর্তমানে এই সরকারি স্কিমে বিনিয়োগের উপরে বার্ষিক ৭.৭ শতাংশ হারে সুদ মিলছে। প্রতি বছর চক্রবৃদ্ধি হারে এই সুদ জমতে থাকে। আর এই স্কিমে টাকা রাখলে তা ৫ বছরের জন্য লক-ইন হয়ে যায়। ৫ বছর পরে এই টাকা তুলতে পারেন আপনি। যদি কেউ ১ লক্ষ টাকা ন্যাশনাল সেভিংস স্কিমে জমা করেন তাহলে আপনি ৫ বছর পরে পাবেন ১ লক্ষ ৪৫ হাজার টাকা তাও এটি সম্পূর্ণ করমুক্ত এবং ঝুঁকিহীন।
৫ বছরে কত লাভ পাবেন
ধরা যাক কোনও ব্যক্তি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে এক লপ্তে ৫ লক্ষ টাকা জমা করেছেন। সুদের হার বার্ষিক ৭.৭ শতাংশ হলে ৫ বছর পরে চক্রবৃদ্ধি সুদের হারে সুদ বাবদই আপনি পেতে পারেন ২.৫ লক্ষ টাকার কাছাকাছি।
| সাল | বছরের শুরুর আমানত | বার্ষিক ৭.৭% সুদ | বছর শেষে আমানতের পরিমাণ |
| ১ | ৫,০০,০০০ | ৩৮,৫০০ | ৫,৩৮,৫০০ |
| ২ | ৫,৩৮,৫০০ | ৪১,৪৬৪ | ৫,৭৯,৯৬৪ |
| ৩ | ৫,৭৯,৯৬৪ | ৪৪,৬৫৭ | ৬,২৪,৬২১ |
| ৪ | ৬,২৪,৬২১ | ৪৮,০৯৫ | ৬,৭২,৭১৬ |
| ৫ | ৬,৭২,৭১৬ | ৫১,৭৯৭ | ৭,২৪,৫১৩ |
৫ বছরে আপনার জমানো ৫ লক্ষ টাকা হয়ে যাবে ৭ লক্ষ ২৪ হাজার ৫১৩ টাকা। অর্থাৎ ৫ বছরে শুধু সুদ বাবদ মিলবে ২ লক্ষ ২৪ হাজার ৫১৩ টাকা।
৫ লক্ষ টাকা সুদ পাবেন এভাবে
আপনি যদি এই স্কিমে ৫ লক্ষ টাকার বদলে ১০ লক্ষ টাকা রাখেন তাহলে আপনার মোট লাভের পরিমাণ হবে ৪ লক্ষ ৪৮ হাজার টাকা প্রায়, যদি ৭.৭ শতাংশ সুদ পাওয়া যায়। তবে এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগের কোনও উর্ধ্বসীমা নেই। তবে আয়কর আইনের ৮০সি ধারায় কেবলমাত্র ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত। এই স্কিমে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন।