Post office savings account: অতীতের দিন ভুলে যান। এখন পোস্ট অফিসের পরিষেবাতেও পাবেন অনলাইন লেনদেনের সুযোগ। সেই ক্ষেত্রে কেনাকাটা থেকে টাকা পাঠানোর মতো পরিষেবা পেতে আগে ইন্ডিয়া পোস্টের ইন্টারনেট ব্যাঙ্কিং ও মোবাইল ব্যাঙ্কিং সুবিধা অ্যাকটিভেট করতে হবে গ্রাহককে। এরপরই কয়েকটি সহজ ধাপে পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টহোল্ডাররা ইন্ডিয়া পোস্টের দেওয়া এই পরিষেবাগুলি ব্যবহার করতে পারবেন।
ইন্ডিয়া পোস্ট ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন ও সক্রিয় করার পদ্ধতি
১ প্রথমে কাছের পোস্ট অফিসে যান ও এই সংক্রান্ত ফর্মটি পূরণ করুন। এরপর আপনি ৪৮ ঘণ্টার মধ্যে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি SMS বার্তা পাবেন।
২ একবার এসএমএস পেলে DOP ইন্টারনেট ব্যাঙ্কিং পোর্টালে যান ও হোম পেজে "New User Activation" হাইপারলিংকে ক্লিক করুন।
৩ এই পর্বে গ্রাহক আইডি ও অ্যাকাউন্ট আইডি লিখুন (কাস্টমার আইডি হল সেভিংস অ্যাকাউন্ট পাসবুকের প্রথম পৃষ্ঠায় দেওয়া CIF আইডি। আপনার সেভিংস অ্যাকাউন্ট নম্বর হল অ্যাকাউন্ট আইডি)।
৪ এবার প্রয়োজনীয় তথ্য পূরণ করুন ও আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং লগইন ও লেনদেনের পাসওয়ার্ড সেট করুন।
৫ এই পর্বে লগইন করুন ও আপনার সিকিউরিটির প্রশন ও উত্তর দিয়ে পাসওয়ার্ড সেট করুন।
Post office savings account: মোবাইল ব্যাঙ্কিং শুরু করার পদক্ষেপ
এই ক্ষেত্রেও প্রথমে অ্যাকাউন্টহোল্ডারকে প্রথমে কাজের পোস্ট অফিসে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনটি পূরণ করে জমা দিতে হবে। DoP মোবাইল ব্যাঙ্কিংয়ের জন্য রেজিস্ট্রেশন করার পরে Google play store থেকে ইন্ডিয়া পোস্ট মোবাইল ব্যাঙ্কিং অ্যাপটি ডাউনলোড করুন। এবার 'Activate Mobile Banking' অপশনে ব্যবহার করুন। সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশেনের 24 ঘণ্টা পরে পূর্ব-নির্ধারিত পদক্ষেপগুলি অনুসরণ করুন৷
CIF ID আপনার পাসবুকের প্রথম পৃষ্ঠায় ডিফল্ট ব্যবহারকারীর নামে লেখা থাকে। আপনি চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের আপনার চ্যানেল লগইনের তথ্য পরিবর্তন করতে পারেন।আপডেট চ্যানেল লগইন আইডি অপশনে গিয়ে এই কাজ করতে পারবেন আপনি। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাই প্রোফাইল সেকশনে গিয়ে এই পরিবর্তন করতে পারেন অ্যাকাউন্টহোল্ডার।
Post office savings account: কীভাবে করবেন মোবাইল ব্যাঙ্কিং অ্যাকটিভেট
১ গুগল প্লে স্টোর থেকে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন
২ 'অ্যাক্টিভেট মোবাইল ব্যাঙ্কিং' ট্যাবে ক্লিক করুন
৩ সিকিউরিটি ক্রেডেনশিয়াল বা তথ্য লিখে OTP লিখুন
৪ আপনার অ্যাক্টিভেশন যাচাই হওয়ার পরে, আপনাকে চার-সংখ্যার MPIN ইনপুট করতে বলা হবে
৫ এই কাজ করে শেষে সাবমিটে ক্লিক করুন