​​ECIL Jobs 2022: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (ECIL) স্নাতক ইঞ্জিনিয়ার ট্রেনি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। ECIL-এর এই নিয়োগ GATE 2022 পরীক্ষার স্কোরের ভিত্তিতে হবে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন চাকরিপ্রার্থীরা।


ECIL Jobs 2022: কতগুলি পদে নিয়োগ ? 
সব মিলিয়ে স্নাতক ইঞ্জিনিয়ার প্রশিক্ষণপ্রাপ্তদের মোট 40টি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে প্রার্থীকে ECIL-এর অফিশিয়াল সাইট www.ecil.co.in-এ যেতে হবে। প্রার্থীরা এই নিয়োগের জন্য 14 মে 2022 পর্যন্ত আবেদন করতে পারবেন।


ECIL নিয়োগ 2022: এখানে শূন্যপদের বিশদ বিবরণ রয়েছে
ECE - 21টি পদ।


মেকানিক্যাল- ১০টি পদ।


CSE - 9 টি পদ।


ECIL নিয়োগ 2022: শিক্ষাগত যোগ্যতা


গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (GET) পদের জন্য আবেদনকারীদের অবশ্যই AICTE বা ভারত সরকারের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ECE, Mechanical ও CSE-তে BE/B.Tech ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া প্রার্থীর ডিগ্রিতে কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে।


ECIL নিয়োগ 2022: প্রয়োজনীয় বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স 25 বছর হতে হবে।


ECIL নিয়োগ 2022: আবেদনের শেষ তারিখ কবে ?
এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের 23 এপ্রিল থেকে 14 মে 2022 দুপুর 2 টো পর্যন্ত ECIL-এর অফিশিয়াল সাইটে আবেদন করতে পারবেন। কর্মসংস্থান পত্রিকায় ECIL GET বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি শীঘ্রই ECIL-এর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।


আরও পড়ুন : BOI Recruitment 2022:৬৯৬টি পদে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এই ব্যাঙ্ক, যোগ্যতা কী লাগবে জানেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI