Small Saving Scheme: এখনকার দিনে প্রায় সকলেই চায় কীভাবে নিজের আয় বাড়ানো যায়। আর সঞ্চিত অর্থকেও কীভাবে বাড়ানো যায় আর এই কাজে বিভিন্ন মাধ্যমের মধ্যে পোস্ট অফিস এবং ব্যাঙ্কে টার্ম ডিপোজিট মানুষের সবথেকে বেশি পছন্দের। এক্ষেত্রে ঝুঁকির মাত্রা একেবারেই থাকে না, তাঁর উপর নির্দিষ্ট মেয়াদে একটা নিশ্চিত রিটার্ন (Post Office Deposits) পাওয়া যায়। শুধু তাই নয়, পোস্ট অফিসের কিছু কিছু প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে আয়করেও ছাড় মেলে। একদিকে কর ছাড়ের সুবিধা আর অন্যদিকে উচ্চ সুদের হার, দুই মিলিয়ে বেশ ভাল বিকল্প হয়ে ওঠে এই পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি। দেখে নিন এমন কিছু কিছু প্রকল্প যেখানে বিনিয়োগে আপনি নিশ্চিতভাবে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন।


কিষাণ বিকাশ পত্র


ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প হিসেবে পোস্ট অফিসের (Post Office Deposits) এই কিষাণ বিকাশ পত্র অত্যন্ত ভাল একটি বিনিয়গের মাধ্যম। বার্ষিক ৭.৫ শতাংশ চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয় এই প্রকল্পে। তবে কিষাণ বিকাশ পত্রে (Kisan Vikas Patra) বিনিয়োগ করলে আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী কোনও কর ছাড় মিলবে না। এই প্রকল্পে বিনিয়োগে যে সুদ মিলবে তার উপর কর ধার্য করা হবে।


পোস্ট অফিসের টার্ম ডিপোজিট


১ বছর থেকে ৫ বছরের মেয়াদে পোস্ট অফিসে (Post Office Deposits) টার্ম ডিপোজিটে টাকা রাখা যায় যাতে সর্বোচ্চ ৭.৫ শতাংশ সুদ মেলে। দেখে নিন কোন মেয়াদে কত সুদের হার-


১ বছরের জন্য- ৬.৯ শতাংশ


২ বছরের জন্য- ৭.০ শতাংশ


৩ বছরের জন্য- ৭.১ শতাংশ


৫ বছরের জন্য- ৭.৫ শতাংশ


৫ বছরের জন্য রেকারিং ডিপোজিট- ৬.৫ শতাংশ


এর মধ্যে একমাত্র ৫ বছর টানা বিনিয়োগ করলে আয়করে ছাড় (Term Deposits) মিলবে পোস্ট অফিসের টার্ম ডিপোজিটে।


পোস্ট অফিস MIS


MIS অর্থাৎ মান্থলি ইনকাম স্কিমে এককালীন কিছু টাকা রাখলে তাঁর বিনিময়ে মাসে মাসে নিশ্চিত অঙ্কের রিটার্ন মেলে। বার্ষিক ৭.৪ শতাংশ সুদ পাওয়া যায় এই মান্থলি ইনকাম স্কিমে (Post Office Deposits)। এমনকী এতে আয়কর আইনের ৮০সি ধারা অনুসারে কর ছাড়ও মেলে, কোনও রকম টিডিএস দিতে হয় না।


আরও পড়ুন: Recurring Deposit: রেকারিং ডিপোজিট করবেন ? SBI না HDFC, কোন ব্যাঙ্কে টাকা রাখলে বেশি রিটার্ন ?