RD Scheme: ব্যাঙ্কে টাকা জমানোর ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের তুলনায় বেশি সুদ পাওয়ার জন্য অনেকেই ফিক্সড ডিপোজিট করিয়ে রাখেন। এই ফিক্সড ডিপোজিটে এককালীন টাকা জমালে, তাঁর বিনিময়ে এক বছর বা তিন বছর বা নির্ধারিত মেয়াদের পর একটা নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। তেমনি এককালীন টাকা দেওয়ার বদলে কেউ যদি চায়, মাসে মাসেও টাকা (Recurring Deposit) জমাতে পারে। সেক্ষেত্রে তাঁকে ব্যাঙ্কে রেকারিং ডিপোজিট করাতে হবে। এগুলিকে বলা হয় টার্ম ডিপোজিট। এক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন রকম সুদের হার ধার্য করে। দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই এবং দেশের সবথেকে বড় বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসির মধ্যে কোন ব্যাঙ্কে রেকারিং ডিপোজিটে (SBI vs HDFC Recurring Deposit) সুদের হার বেশি ? কোথায় টাকা জমালে রিটার্ন বেশি মিলবে ?
স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ায় রেকারিং ডিপোজিটে সুদের হার
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রেকারিং ডিপোজিটের (SBI vs HDFC Recurring Deposit) মাধ্যমে টাকা জমাতে গেলে ন্যূনতম ১০০ টাকা মাসে জমাতেই হবে। সর্বোচ্চ ১০ বছরের জন্য এই টাকা জমানো যায়। এর মধ্যে একেক মেয়াদে একেক রকম রিটার্ন মেলে। স্টেট ব্যাঙ্কে টার্ম ডিপোজিটের সুদের হার নিচে দেওয়া হল।
৭ দিন থেকে ৪৫ দিন- ৩.৫০ শতাংশ
৪৬ দিন থেকে ১৭৯ দিন- ৫.৫০ শতাংশ
১৮০ দিন থেক ২১০ দিন – ৬.০০ শতাংশ
২১১ দিন থেকে ১ বছরের কম- ৬.২৫ শতাংশ
১ বছর থেকে ২ বছর পর্যন্ত- ৬.৮০ শতাংশ
২ থেকে ৩ বছরের জন্য – ৭.০০ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের জন্য- ৬.৭৫ শতাংশ
৫ থেকে ১০ বছরের জন্য – ৬.৫০ শতাংশ
এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার সবসময় ৫০ বেসিস পয়েন্ট বেশি ধরা হয়। এবারে দেখে নেওয়া যাক এইচডিএফসি ব্যাঙ্কের টার্ম ডিপোজিটে (SBI vs HDFC Recurring Deposit) কত মেয়াদে কত সুদ মেলে।
এইচডিএফসি ব্যাঙ্কে রেকারিং ডিপোজিটে সুদের হার
৬ মাসের জন্য - ৪.৫০ শতাংশ
৯ মাসের জন্য - ৫.৭৫ শতাংশ
১২ মাসের জন্য – ৬.৬০ শতাংশ
১৫ মাসের জন্য – ৭.১০ শতাংশ
২৪ মাসের জন্য – ৭.০০ শতাংশ
২৭-১২০ মাসের জন্য – ৭.০০ শতাংশ
কোন ব্যাঙ্কে বেশি সুদ
দীর্ঘমেয়াদে দশ বছরের সময়পর্বে কোনও ব্যক্তি স্টেট ব্যাঙ্কে রেকারিং ডিপোজিট করলে ৬.৫০ শতাংশ সুদ পাবেন এবং এইচডিএফসি ব্যাঙ্কে সেখানে একই মেয়াদে সুদের হার ৭.০০ শতাংশ, অর্থাৎ HDFC ব্যাঙ্কে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বেশি। এর সঙ্গে প্রবীণ নাগরিকদের জন্য HDFC-তে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বেশি মিলবে। ফলে এইচডিএফসিতে (SBI vs HDFC Recurring Deposit) টাকা রাখলে রেকারিং ডিপোজিটে বেশি রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা।
আরও পড়ুন: SBI Recurring Deposit: মাসে মাত্র ৫৯২ টাকা জমিয়েই লাখপতি ! কী সুবিধে দিচ্ছে SBI-এর এই স্কিম ?