e-KYC Fraud: ডিজিটাল ইন্ডিয়ায় (Digital India) এখন বেড়েই চলেছে আর্থিক জালিয়াতির ঘটনা। এবার এই আর্থিক প্রতারণায় দেশের গরিব মানুষকেও নিশানা করেছে প্রতারকরা। তাই নতুন করে শুরু হয়েছে রেশন কার্ডে e-KYC-র ফাঁদ। আপনি এই জালে পা দেননি তো ?

রেশন কার্ড ব্যতীত এই স্কিমের সুবিধা গ্রহণ করা যায় না। বর্তমানে সব রেশন কার্ডহোল্ডারদের E-KYC করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি রেশন কার্ড কেওয়াইসি নামে লোকদের সাথে জালিয়াতির ঘটনাগুলিও সামনে আসছে। জেনে নিন, আপনি কীভাবে রেশন কার্ড ই-কেওয়াইসির এই জালিয়াতি থেকে নিজেকে বাঁচাতে পারেন।

রেশন কার্ড ই-কেওয়াইসি নামে জালিয়াতিভারত সরকার রেশন কার্ডধারীদের ই-কেওয়াইসি সম্পন্ন করার জন্য বাধ্যতামূলক করেছে। যা জানতে পেরেই জালিয়াতিরা রেশন কার্ডহোল্ডারদের কল করছে ও তাদের হুমকি দিচ্ছে। যেখানে বলা হচ্ছে, রেশন কার্ডে উপলব্ধ সুবিধাগুলি বন্ধ করা হবে, যদি তারা তাদের কথা না মানে। তারা যদি রেশন কার্ডের সুবিধাগুলি চায় তবে তাদের এটি করা উচিত।

সুতরাং তাদের পাঠানো লিঙ্কটিতে ক্লিক করে আপনার EKYC সম্পূর্ণ করুন। অন্যথায় আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। একবার কার্ডহোল্ডাররা লিঙ্কটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তাদের ফোনটি হ্যাক হয়ে যাচ্ছে। পাশাপাশি সব ফোনের তথ্য জালিয়াতদের চলে যাচ্ছে সহজেই। যা ব্যবহার করে প্রতারকরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে।

কীভাবে জালিয়াতি এড়িয়ে চলবেনযখনই আপনি রেশন কার্ডের EKYC সম্পন্ন করার জন্য এই জাতীয় কল পাবেন, তখন বুঝতে পারবেন এটি একটি জালিয়াতি। কারণ সরকারের পক্ষ থেকে কারও কাছে এই জাতীয় কোনও কল করা হয় না। কোনও সরকারি আধিকারিক কখনও এই জাতীয় কোনও লিঙ্ক পাঠান না। যদি কেউ আপনাকে কল করে এবং আপনাকে একটি লিঙ্ক পাঠায়, তবে অবিলম্বে তার নম্বরটি ব্লক করুন। পাশাপাশি অবশ্যই সাইবার ক্রাইম পোর্টালে তাঁর সম্পর্কে অভিযোগ করুন। আপনি যদি ভুল করে লিঙ্কে ক্লিক করেন তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খালি হতে পারে।

Ration Card: পশ্চিমবঙ্গে কত ধরনের রেশন কার্ড চালু রয়েছে জানেন? কোন কার্ডে কত রেশনই বা পাওয়া যায়? বিনামূল্যে কতটা পরিমাণে কোন রেশন মেলে এবং বাজারের তুলনায় কম দামে কোন কোন জিনিস কোন রেশন কার্ডে পাওয়া যায়, তা অনেকের কাছেই স্পষ্ট নয়। তাহলে চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক, আমাদের রাজ্যে কত ধরনের রেশন কার্ডের চল রয়েছে এবং কোন কার্ডে কী কী রেশন পাওয়া যায়। 

পশ্চিমবঙ্গে মূলত তিন ধরনের রেশন কার্ড চালু রয়েছে। অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), বিশেষ অগ্রাধিকারযুক্ত পরিবার (SPHH) এবং সাধারণ রেশন কার্ড (PHH)। অন্ত্যোদয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ড যাঁদের কাছে রয়েছে, তাঁরা বেশি পরিমাণ খাদ্যশস্য পাবেন রেশন মারফত। অন্যদিকে যাঁদের কাছে বিশেষ অগ্রাধিকারযুক্ত পরিবার বা SPHH রেশন কার্ড এবং অগ্রাধিকারযুক্ত পরিবার বা PHH রেশন কার্ড রয়েছে, তাঁরা অন্ত্যোদয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ড যাঁদের রয়েছে, তাঁদের তুলনায় কম পরিমাণ খাদ্যশস্য পাবেন।