Bank News: রিজার্ভ ব্যাঙ্কের (RBI) প্রচারেও কাজ হচ্ছে না। দেশের ব্যাঙ্কগুলিতে বেড়েই চলেছে দাবিহীন আমানতের (Unclaimed Deposits) পরিমাণ। সম্প্রতি যা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই বিষয়ে ব্যাঙ্কগুলিকে আরও সচেতন হতে বলছে RBI।


RBI alerts: কী এই দাবিহীন আমানত ?
সেভিংস, কারেন্ট অ্যাকাউন্টের টাকা ১০ বছর ধরে কোনও লেনদেন না হলে তা নিয়ে চিন্তায় পড়ে ব্যাঙ্ক। একই পরিস্থিতি হয় মেয়াদ উত্তীর্ণ ফিক্সড ডিপোজিটের টাকা নিয়ে। অনেক ক্ষেত্রে মেয়াদের ১০ বছর পরও এই টাকা কেউ দাবি করেন না। সেই ক্ষেত্রে ওই টাকাকে দাবিহীন আমানত (Unclaimed Deposits)বলে ঘোষণা করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 


Bank News: কী করা হয় এই দাবিহীন আমানতের ?
১০ বছরের বেশি পেরিয়ে গেলে এই দাবিহীন আমানতকে রিজার্ভ ব্যাঙ্কের Depositor Education and Awareness” (DEA) ফান্ডে পাঠিয়ে দেয় ব্যাঙ্কগুলি। চাইলে ব্যাঙ্কের কাছে এই টাকা সুদ সহ ফেরত চাইতে পারেন দাবিদার। যদিও দেখা যাচ্ছে, প্রতি বছর এই দাবিহীন আমানতের পরিমাণ বেড়েই চলেছে। বার বার ব্যাঙ্ক ছাড়াও আরবিআই-এর সচেতনতার পাঠেও সেভাবে কাজ হচ্ছে না।


Unclaimed Deposits: কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে ?
বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাঙ্কের সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট বন্ধ না করায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আমানতকারীরা এই অ্যাকাউন্টগুলি বন্ধ না করায় দাবিহীন আমানতের পরিমাণ বেড়েই চলেছে। এখানেই শেষ নয়, আমানতকারীর মৃত্যু হলে অনেক সময় আইনত দাবিদার টাকা নিতে আসেন না। আইনি জটিলতার কারণেই এই পথে হাঁটেন না অনেকে। সেই কারণেও ব্যাঙ্কে পড়ে থাকে দাবিহীন আমানত। এই পরিস্থিতি থেকে বের হতে ব্যাঙ্কের ওয়েবসাইটে দাবিহীন আমানতের নথি তুলে ধরে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মূলত, আামনতের দাবিদার পেতেই কাজ করে তারা।    



 


আরও পড়ুন : Bank FD: ফিক্সড ডিপোজিটে ৮.১৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই তিন ব্যাঙ্ক, জেনে নিন এখানে