Google Wallet Update: ব্যবহারকারীদের সুবিধার্থে প্রায়শই তার অ্যাপে নতুন আপডেট আনতে থাকে গুগল। এবার কোম্পানির সেই ধারাবাহিকতা বাজায় রাখতে গুগল পে (Google Pay) পরিষেবাকে Google Wallet দিয়ে প্রতিস্থাপন করবে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা। তবে, এই দুটি অ্যাপই মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে পাশাপাশি কাজ করবে।


Google Pay: বিশ্বের ৩৯টি দেশে হবে চালু 
সম্প্রতি কোম্পানি গুগল ওয়ালেট অ্যাপ চালু করেছে। Google Pay-এর আপডেটের সঙ্গে এই অ্যাপটি চালু করা হচ্ছে। এই মুহূর্তে কোম্পানি শুধুমাত্র ৩৯টি দেশে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি রোল আউট করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সময়ে এটি সমস্ত ব্যবহারকারীদের জন্য রোল আউট করা হবে।


Google Wallet Update: ইতিমধ্যেই ডাউনলোডের জন্য পাওয়া যাচ্ছে 
অ্যান্ড্রয়েডের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে বলা হয়েছে, গুগল ওয়ালেট ডাউনলোডের জন্য পাওয়া যাচ্ছে। এই বিষয়ে গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে বিশ্বের ৩৯টি দেশে চালু করা হচ্ছে এই ওয়ালেট। এটি কয়েক দিনের মধ্যে সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। 


Google Pay: জেনে নিন গুগল ওয়ালেটের কী কী বৈশিষ্ট্য রয়েছে


Google Wallet ব্যবহারকারীদের সব ডিজিটাল কার্ড পরিচালনার সুবিধা দেবে। যার মধ্যে রয়েছে ডেবিট ও ক্রেডিট কার্ট, আইডেনটিটি কার্ড, টিকিট, সিকিউরিটি কি ইত্যাদি। 9to5Google-এর রিপোর্ট বলছে, Google Wallet বিদ্যমান Google Pay-কে বদলে দেবে। তবে এই দুটি অ্যাপই সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রে আলাদাভাবে আসবে। এই দুটি দেশে Google Pay শুধুমাত্র একটি UPI-এর অধীনে কাজ করবে। ২০১১ সালে Google Wallet একটি NFC পেমেন্ট অ্যাপ হিসাবে চালু করা হয়েছিল, যাতে পিয়ার-টু-পিয়ার মানি ট্রান্সফারের মতো বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত ছিল। ২০১৮ সালে কোম্পানি একে অ্যান্ড্রয়েড পে-র সঙ্গে যুক্ত করে Google Pay নাম দিয়েছে। তবে, আবারও কোম্পানিটি এই অ্যাপটিকে গুগল ওয়ালেট হিসেবে রিব্র্যান্ড করছে।



 


আরও পড়ুন : Bank FD: ফিক্সড ডিপোজিটে ৮.১৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই তিন ব্যাঙ্ক, জেনে নিন এখানে