Bank News: ডমেস্টিক সিস্টেমিক্যালি ইমপরট্যান্ট  (D-SIB) ব্যাঙ্কের তালিকায় রদবদল করল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। যার ভিত্তিতে কিছু ব্যাঙ্কের নাম উঠে এল নির্দিষ্ট বাকেটে। তবে এটা নতুন কিছু নয়, গুরুত্বের ভিত্তিতে এই ব্যাঙ্কগুলির তালিকা ওপর-নীচ হয়। 


 কী ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক


বৃহস্পতিবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Domestic Systemically Important)  গুরুত্বপূর্ণ ব্যাঙ্কগুলির সর্বশেষ তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ICICI Bank গত বছরের মতো একই জায়গায় রয়েছে। যেখানে বাকেট বদল হয়েছে কয়েকটি ব্যাঙ্কের। SBI তৃতীয় সারি থেকে চতুর্থ সারিতে ও HDFC ব্যাঙ্ক প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে স্থানান্তরিত হয়েছে ৷


 কত সারচার্জ দিতে হবে


এর ফলে SBI এবং HDFC ব্যাঙ্কের জন্য আরও বেশি D-SIB সারচার্জ 1 এপ্রিল, 2025 থেকে প্রযোজ্য হবে৷  31 মার্চ, 2025 পর্যন্ত SBI এবং HDFC ব্যাঙ্কের জন্য প্রযোজ্য D-SIB সারচার্জ হবে যথাক্রমে 0.60 ও 0.20 শতাংশ৷ (সারচার্জ হল সেই অতিরিক্ত অর্থ, যা কোনও কারণে কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ম মেনে দিতে হয়)। 


D-SIB Bank আসলে কী ?


রিজার্ভ ব্যাঙ্ক ডোমস্টিক্ সিস্টেমিক্যালি ইমপরট্যান্ট ব্যাঙ্কের সঙ্গে কাজ করার জন্য একটি পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত নেয়। সিস্টেমিক ইমপরট্যান্ট স্কোরের (SISs) ভিত্তিতে 2015 থেকে এই ব্যাঙ্কগুলির নাম প্রকাশ করতে শুরু করে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যার ওপর নির্ভর করে ব্যাঙ্কের তালিকায় রদবদল করে RBI। 


আজকাল এমন মানুষ কমই আছে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। অনেকেরই আলাদা স্যালারি অ্যাকাউন্ট থাকে। প্রত্যেকে তাদের অর্থ ব্যাঙ্কে জমা করে, যাতে এই অর্থ সময়মতো কাজে লাগে। কিন্তু কখনও কখনও এমনও হয়, যখন ব্যাঙ্ক নিজেই দেউলিয়া হয়ে যায়। এই অবস্থায় আমানতকারীদের সমস্যা বাড়ে, তাদের টাকা নষ্ট হয়।


Bank News: এগুলি দেশের গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) Domestic Systemically Important Banks 2022  নামে একটি তালিকা প্রকাশ করেছে ৷ অর্থাৎ, দেশীয় ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ তালিকায় রয়েছে বেশকিছু ব্যাঙ্কের নাম। RBI ঘোষিত ব্যাঙ্কের তালিকায় একটি সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের নাম রয়েছে। সরকারি ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) নাম রয়েছে তালিকায়। 


 আগামী বছর ৮১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
এদিকে, নতুন বছরে ব্যাঙ্ক ছুটির তালিকা ঘোষণা করেছে  আরবিআই।  বছরে মোট ৮১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনগুলির মধ্যে কিছু, ব্যাঙ্কগুলি শুধুমাত্র নির্দিষ্ট রাজ্যে তালাবদ্ধ থাকবে, অন্যথায় ব্যাঙ্কের কার্যক্রম সুষ্ঠুভাবে চলতে থাকবে। শনি ও রবিবার ছাড়া অন্যান্য উৎসবের কথা মাথায় রেখে ছুটির তালিকা ঘোষণা করেছে RBI।


Canara Robeco AMC IPO: কানাড়া ব্যাঙ্কের সঙ্গে যুক্ত, এবার এই মিউচুয়াল ফান্ড কোম্পানি আনছে IPO,বাজারে পরিচিত নাম