RBI Governor Shaktikanta Das: দেশের মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে শুক্রবারই আর্থিক নীতি ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট বেড়েছে ৫০ বেসিস পয়েন্ট। সঙ্গে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য় তুলে ধরছেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। যার সরাসরি প্রভাব পড়বে আপনার-আমার জীবনে। জেনে নিন, কী সেই ১০টি বিষয়।
এই ১০টি বিষয়ে বলেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর
১ RBI রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৪০ শতাংশ থেকে ৫.৯০ শতাংশ করেছে আরবিআই। এখন পর্যন্ত ৫ মাসে রেপো রেট বেড়েছে ১.৯০ শতাংশ।
২ বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক মন্দার আশঙ্কা বাড়লেও ভারতের অর্থনৈতিক অবস্থা ভালো। RBI 2023 সালের আর্থিক বছরের জন্য কনজুমার প্রাইস ইনডেক্স (CPI) মুদ্রাস্ফীতির পূর্বাভাস ৬.৭ শতাংশে ধরে রেখেছে।
৩ ২০২৩ সালের আর্থিক বছরের জন্য প্রকৃত জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৭.২ শতাংশ থেকে ৭ শতাংশে নামিয়ে এনেছে রিজার্ভ ব্যাঙ্ক।
৪ টাকার মূল্য হ্রাসের প্রসঙ্গে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন,চলতি বছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ডলারের তুলনায় টাকা ৭.৪ শতাংশ কমেছে । RBI টাকার জন্য কোনও নির্দিষ্ট বিনিময় হার নির্ধারণ করেনি। টাকার অস্থিরতার ক্ষেত্রে আরবিআই হস্তক্ষেপ করেছে ও কেন্দ্রীয় ব্যাঙ্কের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করেছে।
৫ মার্জিন স্ট্যান্ডিং ফ্যাসিলিটি (MSF)ও ব্যাঙ্ক রেট ৫.৬৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.১৫ শতাংশ করা হয়েছে।
৬ অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটরদের জন্য নির্দেশিকা অফলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটরদের জন্যও প্রযোজ্য হবে।
৭ বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এপ্রিল-জুলাইয়ের মধ্য়ে ১৮.৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরে একই সময়ে ১৩.১ বিলিয়ন ডলার ছিল।
৮ এদিন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, ব্যাঙ্ক লোন এখন ১৬.২ শতাংশের দ্রুত গতিতে বেড়েছে।
৯ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাসের প্রবণতা যদি অব্যাহত থাকে, তবে মুদ্রাস্ফীতি আরও দ্রুত কমতে পারে।
১০ দেশের আর্থিক অবস্থার হাল বোঝাতে গিয়ে এদিন গভর্নর জানান, দেশে এখন গ্রামীণ চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে, বিনিয়োগের চাহিদাও বাড়ছে। পাশাপাশি কৃষি খাতও বর্তমানে স্থিতিশীল রয়েছে। যার সুফল পেতে পারে দেশের অর্থনীতি।