RBI on Yes Bank and ICICI Bank: গতকাল সোমবার কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক দুটি বেসরকারি ব্যাঙ্কের উপর করা পদক্ষেপ করেছে। রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Fine) জানিয়েছে বেশ কিছু আর্থিক নিয়মবিধি লঙ্ঘন করেছে ইয়েস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক। আর এই নিয়ম লঙ্ঘনের অপরাধে ইয়েস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের উপর যথাক্রমে ৯১ লক্ষ টাকা এবং ১ কোটি টাকার জরিমানা করেছে RBI।


বড় দুটি বেসরকারি ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আরবিআই


রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Fine) জানিয়েছে যে, ইয়েস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাঙ্কের বহু নিয়মবিধি লঙ্ঘন করেছে। আর এই কারণে রিজার্ভ ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্কের উপর ৯১ লক্ষ টাকা ও আইসিআইসিআই ব্যাঙ্কের উপর ১ কোটি টাকার জরিমানা ধার্য করেছে। আরবিআই দেখেছে যে এর আগে ২০২২ সালে এভাবেই বেশ কয়েকবার নিয়ম লঙ্ঘন করেছিল ইয়েস ব্যাঙ্ক। ব্যাঙ্কটি (Reserve Bank Fine) তার গ্রাহকদের নামে কিছু আভ্যন্তরীণ অ্যাকাউন্ট খুলে অবৈধ কোনও উদ্দেশ্যে কাজ করছিল। এর মধ্যে ফান্ড পার্কিং, গ্রাহক লেনদেনের রাউটিং সমস্ত কিছু হচ্ছিল এই সমস্ত অ্যাকাউন্টের মাধ্যমে।


ঋণ ও অ্যাডভান্স দিতে দেরি করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক


ইয়েস ব্যাঙ্কের মতই আইসিআইসিআই ব্যাঙ্ককে ঋণ ও অগ্রিম দেওয়ার ক্ষেত্রে নিয়মবিধি লঙ্ঘনের জন্য জরিমানা ধার্য করেছে আরবিআই। এর জন্য এই ব্যাঙ্ককে ১ কোটি টাকা জরিমানা দিতে হবে। জানা গিয়েছে এই ব্যাঙ্ক ঠিকমত যাচাই না করে তদন্ত না করেই বেশ কিছু ক্ষেত্রে ঋণ দিয়েছে। আর সেই জন্যেই আর্থিক ক্ষতির মুখে পড়েছে এই ব্যাঙ্ক। প্রকল্পের ক্ষেত্রে বাস্তুবায়নের সম্ভাব্যতা ও ঋণ শোধের ক্ষমতা যাচাই না করেই এই ব্যাঙ্ক ঋণ অনুমোদন করেছে।


এই দুই ব্যাঙ্কে শেয়ারে কী অবস্থা


সোমবার ইয়েস ব্যাঙ্কের শেয়ার ০.০৪৩ শতাংশ বেড়ে ২৩.০৪ টাকায় বন্ধ হয়েছে। অন্যদিকে ICICI ব্যাঙ্কের শেয়ারের দাম ০.১৯ শতাংশ কমে ১১২৯.১৫ টাকায় বন্ধ হয়েছে গতকাল।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Mutual Fund Investment: মিউচুয়াল ফান্ডে এককালীন না এসআইপি, কীভাবে বিনিয়োগ করলে বেশি লাভ ?