নয়া দিল্লি : রেপো রেট (Repo Rate) বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। ৪০ বেসিস পয়েন্ট বেড়ে রেপো রেট হয়েছে ৪.৪০ শতাংশ। এর জেরে বাড়ি, গাড়ির ঋণের সুদ আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে রেপো রেট বাড়তেই পতন শেয়ার বাজারে।


রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ২ থেকে ৪ মে-র মধ্যে সেন্ট্রাল ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারণকারী কমিটির এক বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধিত মুদ্রাস্ফীতি, ভৌগলিক-রাজনৈতিক উত্তেজনা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিশ্বজুড়ে বিভিন্ন সামগ্রীর অভাবের দিকে নজর দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়গুলি ভারতীয় অর্থনীতিতে প্রভাব ফেলেছে। 


আজ প্রায় আধ ঘণ্টা সাংবাদিক বৈঠক করেন আরবিআই গভর্নর। সেখানে তিনি জানান, বিশ্বজুড়ে গমের ঘাটতি দেখা দিয়েছে। যা দেশে গমের দামে প্রভাব ফেলেছে। এর ফলে খাদ্য মূল্যস্ফীতি বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। যদিও আমদানি রয়েছে স্বস্তিজনক জায়গায়। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে প্রধান উৎপাদনকারী দেশগুলি রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় ভোজ্য তেলের দাম বাড়তে পারে বলে তিনি জানান।


রেপো রেট, রিভার্স রেপো রেট কী-


বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে শীর্ষ ব্যাঙ্ক যে সুদের হারে স্বল্পমেয়াদি ঋণ দেয়, তাকেই বলে রোপে রেট। একই ভাবে, বাণিজ্যিক ব্যাঙ্কগুলি তাদের অতিরিক্ত টাকা রিজার্ভ ব্যাঙ্কে রেখে যে সুদ পায়, তাকে বলা হয় রিভার্স রেপো রেট। দু’মাস অন্তর বছরে ছ’বার এই রেপো রেটের হার বদলায়। ২০২২-’২৩ অর্থবর্ষের প্রথম দ্বিমাসিকে দুই ক্ষেত্রেই হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।


এর আগে শক্তিকান্ত দাস জানিয়েছিলেন, ওমিক্রন প্রকোপের হ্রাস পাওয়ার পর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হয়েছিল। কিন্তু ভূরাজনৈতিক টানাপড়েন চরমে ওঠায় পরিস্থিতির অবনতি হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপ জুড়ে যে সঙ্কট নেমে এসেছে, তাতে বৈশ্বিক অর্থনীতিতে ধস নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।