Big Basket IPO:  বাজারে এখন টাটার শেয়ারে বিপুল মুনাফা আসছে। আর টাটা গ্রুপের অন্যান্য সংস্থাগুলিও ধীরে ধীরে আইপিওর মাধ্যমে বাজারে প্রবেশ করতে চাইছে। তাঁদের শেয়ার নথিভুক্ত করাতে চাইছে স্টক এক্সচেঞ্জে। আর এই প্রেক্ষাপটেই টাটা গ্রুপের অধীনস্থ সংস্থা বিগ বাস্কেটের আইপিও (Big Basket IPO) নিয়ে বড় খবর জানা গেল সংস্থার সিইওর তরফে। টাটার অনলাইন গ্রসারি কোম্পানি বিগ বাস্কেট আগামী ২০২৫ সালের মধ্যেই তাঁদের আইপিও নিয়ে আসবে বাজারে। তবে সংস্থা এও জানিয়েছে যে, বিগ বাস্কেটের ব্যবসা লাভের মুখ দেখতে শুরু করার পরেই এই আইপিও আনা হবে।


বিগ বাস্কেটের সিইও কী বললেন


বিগ বাস্কেট সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও হরি মেনন মঙ্গলবার একটি বিবৃতিতে জানিয়েছেন, 'সম্ভবত আমরা এটি ২০২৫ সালে নিয়ে আসতে পারব। আর এটা আমরা সম্পূর্ণ টাটার উপরেই ছেড়ে দিয়েছি। এখানে এ বিষয়ে আর কেউ ভাল পরামর্শ দিতে পারবেন না।' সরাসরি না বললেও হরি মেননের কথায় ইঙ্গিত পাওয়া গিয়েছে যে এই বিগ বাস্কেটের (Big Basket IPO) প্রাইমারি ও সেকেন্ডারি দুই রকম শেয়ারই পাবলিক ইস্যু হিসেবে বাজারে আসবে।


কবে লাভের মুখ দেখবে সংস্থা


হরি মেনন বলেন, টাটা ডিজিটালের (Big Basket IPO) একটা অংশ বিগ বাস্কেট বেঙ্গালুরুতে তাঁদের অফিস, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যেই লাভের মুখ দেখবে। আর এর নতুন সেগমেন্ট 'BB Now' উপার্জন করা শুরুর পর থেকেই লাভ হতে থাকবে বলে জানিয়েছেন বিগ বাস্কেটের সিইও। তিনি আরও জানান যে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও ক্যাপিটাল দরকার যা কিনা এর আগে আইপিও আসার আগে টাটা গ্রুপ সংগ্রহ করেছিল। হরি মেনন বলেন যে তাঁদের এই সংস্থা যারা কিনা আমাজন ও ফ্লিপকার্টের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নেমেছে, সেখানে তাঁরা ২০২৪ সালে ৩০-৩৪ শতাংশ রেভিনিউ গ্রোথ আশা করছে। আশা আছে এই বছর বিগ বাস্কেট ১২ হাজার কোটি টাকা রেভিনিউ আনতে পারবে।   


তারকা শেফ সঞ্জীব কাপুরের সঙ্গে বিগ বাস্কেটের অংশীদারিত্ব


মঙ্গলবার ই-গ্রসারি সংস্থা বিগ বাস্কেট একটি Precia নামে একটি ফ্রোজেন ফুড ব্র্যান্ড চালু করে এবং তারকা শেফ উদ্যোক্তা সঞ্জীব কাপুরের সঙ্গে পার্টনারশিপ শুরু করে। হরি মেননের মনে হয়, এই পার্টনারশিপের মাধ্যমে তাঁরা বাজারে মানুষের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে আরও বেশি নিজেদের ছড়িয়ে দিতে পারবেন।


আরও পড়ুন: Dividend Stocks: বাড়তি আয়ের সুযোগ মিলেছে এই সব স্টকে, আপনার কেনা আছে ?