নয়াদিল্লি: রেপো রেট (Repo Rate) বাড়ালো ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই মনিটারি পলিসি কমিটি (RBI Monetary Policy Committee) রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৪% করেছে এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (SDF) ৫.১৫%-করা হয়েছে। কোভিড পূর্ববর্তী লেভেলও পেরিয়ে গেল রেপো রেট।


তিনদিনের একটি মিটিংয়ের পরে  আরবিআই মনিটারি পলিসি কমিটি (RBI Monetary Policy Committee) এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। শুক্রবার, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস সাংবাদিক বৈঠকে এই কথা জানান। ৩ আগস্ট থেকে মিটিং শুরু হয়েছিল। ২০২৩ অর্থবর্ষ (FY23)-এর জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৭.২% রাখা হয়েছে। একই সময়ে মূল্যবৃদ্ধির হার ৬.৭% থাকবে বলে মনে করা হচ্ছে।


পকেটে চাপ?
রেপো রেট বাড়ানোর ফলে গাড়ি, বাড়ি থেকে শুরু করে সব ধরনের ঋণের সুদের হার আরও বাড়বে বলে আশঙ্কা। সেক্ষেত্রে EMI বাড়ায় চাপ পড়বে সাধারণ নাগরিকের পকেটে। ২০১৯-এর অগাস্টে কোভিড শুরুর আগে রেপো রেট ছিল ৫.১৫ শতাংশ। মুদ্রাস্ফীতির হার কমানোর লক্ষ্যে রেপো রেট বাড়াচ্ছে RBI, মত অর্থনীতিবিদদের একাংশের। 






জুন মাসেই রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করা হয়েছিল। দেশের ব্যাঙ্কগুলিকে যে হারে স্বল্পমেয়াদী ঋণ দেয় RBI, তাকে রেপো রেট বলা হয়। এই রেপো রেট বৃদ্ধি পেলে ব্যাঙ্কের খরচও বৃদ্ধি পায়। তার বোঝা সাধারণ মানুষের ঘাড়ে এসেই চাপে। তাই খুব শীঘ্র সরকারি-বেসরকারি গৃহঋণে সুদের হার বাড়াতে চলেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। রেপো রেট বৃদ্ধির ফলে ফ্লোটিং রেটেও দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে চলেছে। গৃহ ঋণের মতো দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রে অনেকটাই চাপ বেড়ে যায় উপভোক্তার উপর। 


আরও পড়ুন: নতুন রূপে আসছে মারুতি অল্টো, প্রকাশ্যে ফার্স্ট লুক, জানুন খুঁটিনাটি