New 2022 Maruti Alto K10: মারুতির জনপ্রিয় গাড়িগুলির মধ্যে অন্যতম ছিল ‘অল্টো’ (Maruti Alto) মডেল। সাধ্যের মধ্যে দামে ভাল মাইলেজই ছিল এই গাড়ির ইউএসপি। এবার নতুন রূপে অল্টো গাড়ি নিয়ে আসছে মারুতি (Maruti) সংস্থা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নিউ ২০২২ মারুতি অক্টো কে১০ (New 2022 Maruti Alto K10)- এর ফার্স্ট লুক। বলা হচ্ছে, আগের তুলনায় নতুন গাড়ি চলবে অনেক দ্রুত গতিতে। থাকছে বড় ইঞ্জিনও। স্ট্যান্ডার্ড অল্টোর ক্ষেত্রে অবশ্য ৮০০ সিসি- র ইঞ্জিন রয়েছে। নতুন জেনারেশনের অল্টোর যেসব ছবি প্রকাশ্যে এসেছে তা দেখে মারুতির Celerio গাড়ির সঙ্গেও এর তুলনা করা হচ্ছে।
লুক এবং ডিজাইন
যেসব ছবি প্রকাশিত হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে যে নতুন মারুতি অল্টো আগের তুলনায় আকার-আয়তনে অনেকটাই বড়। নতুন মারুতি Celerio মডেলের সঙ্গে বরং মিল রয়েছে New 2022 Maruti Alto K10 মডেলের। তবে দুটো গাড়ির মধ্যে লুক এবং ডিজাইনের দিক থেকে অনেক পার্থক্যও রয়েছে। গাড়ির সামনের অংশে রয়েছে একটি বড় lower grille এবং বড় আকারের একটি হেডল্যাম্প। এর ফলে দেখতে অনেকটাই বড় লাগছে। এর পাশাপাশি মারুতির অন্যান্য মডেলের মতো Heartect প্ল্যাটফর্মও রয়েছে নতুন অল্টো গাড়িতে। এর ফলে মারুতির নতুন অল্টো মডেলের হুইলবেস লম্বায় বাড়েছে এবং সুরক্ষিতও হয়েছে। এর পাশাপাশি Celerio মডেলের মতো নতুন অল্টো গাড়িতে রয়েছে একই ডোর হ্যান্ডেল। তবে গাড়ির পিছনের অংশে থাকা rear taillamps- এর ক্ষেত্রে একটি boxier লুক রয়েছে। সাধারণ ভাবে রয়েছে স্টিল হুইল। তবে অপশন হিসেবে অ্যালয় হুইল দেখা যাবে। একাধিক রঙে এই গাড়ি লঞ্চ হবে বলেও শোনা গিয়েছে।
ইন্টিরিয়র ডিজাইন
মারুতির নতুন অল্টো গাড়ির ভিতরের কেবিনের ডিজাইন এবং লুক একেবারেই বদলে গিয়েছে। আগের থেকে আমূল পরিবর্তন হয়েছে এই ক্ষেত্রে। দেখার দিক থেকে এখনকার অল্টো গাড়ির থেকে অনেক আধুনিক ও উন্নত ডিজাইন রয়েছে নতুন গাড়ির ভিতরের অংশে। Celerio মডেলের সঙ্গে অনেক মিলও রয়েছে। এয়ার ভেন্ট, টাচস্ক্রিন, উইন্ডো সুইচ এবং ড্রাইভার ডিসপ্লে এইসব ফিচারে রয়েছে মিল। তবে Celerio গাড়ির মতো নতুন মারুতি অল্টো মডেলে কোনও স্টিয়ারিং কন্ট্রোল এবং রেয়ার পার্কিং সেনসর সমেত রেয়ার ক্যামেরা নেই। মিররের ক্ষেত্রে ম্যানুয়াল অ্যাডজাস্ট ফিচার দেখা যাবে। এছাড়াও স্মার্টফোন কানেক্টিভিটি, ডুয়াল এয়ারব্যাগ এবং অ্যান্টি ব্রেকিং সিস্টেম বা ABS ফিচারের সাপোর্ট থাকবে বলেও মনে করা হচ্ছে।
ইঞ্জিন
মারুতির নতুন অল্টো গাড়িতে একটি নতুন Dualjet 1.0l ইঞ্জিন থাকবে বলে মনে করা হচ্ছে। সেখানে ম্যানুয়াল এবং AMT- দুটো অপশনই থাকবে। এই ইঞ্জিনের সাহায্যে ৬৯ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। এছাড়াও একটি CNG অপশন থাকতে পারে বলেও শোনা যাচ্ছে।
দাম
মারুতির নতুন অল্টো গাড়ির দাম আগের থেকে সামান্যই বেশি হবে বলে আভাস পাওয়া গিয়েছে। সঠিক দাম এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, Celerio গাড়ির তুলনায় সস্তা হবে New 2022 Maruti Alto K10।
আরও পড়ুন- অবশেষে ফ্লিপকার্টে বিক্রি শুরু হল ইলেকট্রিক স্কুটারের, কোন ই-স্কুটার কত দামে পাবেন?