Price Hike: দেশের মূল্যবৃদ্ধির দৌড়ে নয়া সংযোজন। এবার বাড়তে পারে চালের দাম। খরিফ মরশুমে ধানের বপন কম হওয়ার কারণেই ধাক্কা খেতে পারে দেশের অর্থনীতি। প্রায় ৬০-৭০ লাখ টন ধান উৎপাদন কম হওয়ার কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।


Rice Prices: কেন এই পরিস্থিতি ?
এমনিতেই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। রিজার্ভ ব্যাঙ্কের নীতি মেনে বৃদ্ধি করা হয়েছে রেপো রেট। যদিও ধানের ফলন নিয়ে প্রশ্ন ওঠায় ফের বাড়তে পারে চালের দাম। বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনেও দেশে মূদ্রাস্ফীতির হার বৃদ্ধি পাবে। মনে করা হচ্ছে, জুন-সেপ্টেম্বরে অনিয়মিত বৃষ্টিপাত ও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখনও বিদায় না নেওয়ায় ধানের ফলন নিয়ে উদ্বেগ বেড়েছে।


Price Hike: খুচরো ও পাইকারি মূদ্রাস্ফীতির ওপর চাপ
দেশে খাদ্যশস্য-সহ সব খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। যে কারণে খুচরো মূদ্যাস্ফীতি গত তিন মাস ধরে হ্রাস হলেও ফের বাড়তে শুরু করেছে। অগস্ট মাসে তা ৭ শতাংশে পৌঁছেছে। এর পাশাপাশি পাইকারি মূল্যবৃদ্ধির হারে খাদ্যশস্যসহ অন্যান্য খাদ্যদ্রব্যের দামের ওপর চাপ বেড়েছে। যে কারণে চালের দাম নতুন করে চিন্তা বাড়াবে দেশের আর্থিক নীতি নির্ধারক কমিটির।


Rice Prices: এ বছর ধানের উৎপাদন কমবে


ভারতের ধান উৎপাদন 2021-22 শস্য বছরে 132.29 মিলিয়ন টন হয়েছে, যা এক বছর আগের 1243.7 মিলিয়ন টন থেকে বেড়েছে। খাদ্য মন্ত্রক অনুমান করছে, এই বছরের খরিফ শস্যের মরশুমে চাল উৎপাদন 60-70 লক্ষ টন কম হবে।মনে রাখতে হবে, দেশের মোট ধান উৎপাদনে খরিফ মরশুমের অবদান প্রায় ৮৫ শতাংশ।


Price Hike: ভাঙা চাল রফতানিতে নিষেধাজ্ঞা
এদিকে সরকার ভাঙা চাল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করায় পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।বিশেষজ্ঞদের একাংশ বলছে, এই মুহূর্তে চালের উৎপাদন হ্রাস উদ্বেগের কারণ হতে পারে না। ভারতের ইতিমধ্যে মজুদ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) চালের চাহিদা মেটাতে যথেষ্ট। এছাড়া ভাঙা চাল রফতানি নিষিদ্ধ ও বাসমতি নয় এমন চাল রফতানিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সরকারি সিদ্ধান্ত পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে।


আরবিআই কী বলছে ? 
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক বুলেটিনে প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, জ্বালানি ও মৌলিক উপাদানগুলির দামে স্বস্তি সত্ত্বেও খাদ্যের দাম বৃদ্ধির কারণে আর্থিক নীতিতে চাপ বাড়ছে।


অর্থমন্ত্রক ও নীতি আয়োগের বক্তব্য


শনিবার অর্থ মন্ত্রকের একটি প্রতিবেদন খরিফ মরশুমে কম ফসলের বপনের ক্ষেত্রে কৃষিপণ্য মজুদের দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। এ প্রসঙ্গে নীতি আয়োগের সদস্য রমেশ চন্দ বলেন, "চালের কারণে অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতির কোনও তাৎক্ষণিক হুমকি রয়েছে বলে মনে হচ্ছে না। MSP বৃদ্ধি, সার ও জ্বালানির মতো অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির ফলে দাম বেড়েছে।''