Anganwadi Worker: প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে রাজ্যের এই জেলায়। আগ্রহী চাকরিপ্রার্থীরা চাইলে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন। মনে রাখবেন, এই পদে আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর রাখা হয়েছে।
Jobs In Hooghly: কোথায় কত পদে চাকরি ?রাজ্যের হুগলি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। সব মিলিয়ে এই পদগুলিতে মোট ৫২৫ জনকে নিয়োগ করা হবে।
Division Name No of VacancyHoogly-Sadar Sub-Division 217Chandannagar Sub-Division 120Arambag Sub-Division 98Serampore Sub-Division 90Total 525
Sub-Division-wise Vacancy Details
Sub-Division Name No of VacancyHoogly-SadarPandua 33Pandua (Extra) 34Chuchura-Mogra 15Chuchura-Mogra (Extra) 09Hooghly-Chuchura (Urban) 02Bansberia (Urban) 02Balagarh 17Balagarh (Extra) 35Dhaniakhali 15Dhaniakhali (Extra) 12Polba 14Polba (Extra) 29ChandannagarChandannagar (City) 08Bhadreshwar (City) 04Champdani (city) 01Tarkeshwar 18Singur (main) 35Singur (Extra) 22Haripal (Main) 14Haripal (Extra) 18ArambagArambag (Main) 14Arambag (Extra) 14Goghat-1 15Goghat-2 20Khanakul-1 (Main) 10Khanakul-1 (Extra) 05Khanakul-2 16Pursura 04SeramporeSerampore-Uttarpara 10Chanditala-1 33Jangipara 12Jangipara Additional 13Rishra-Konnagar (Urban) 02Serampore (Urban) 02Vaidyabati (Urban) 01Chanditala-2 17Uttarpara (Urban) 00Total 525
Anganwadi Worker: শিক্ষাগত যোগ্যতা অঙ্গনওয়াড়ি পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। তবেই এখানে আবেদন করতে পারবেন।
Jobs In Hooghly: আবেদনকারীর বয়সসীমাএই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের সরকারি বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। প্রার্থীদের এই পদের জন্য অবশ্যই ভারতীয় হতে হবে। মনে রাখবেন , এখানে আবেদনের ক্ষেত্রে আপনাকে কোনও আবেদন মূল্য দিতে হবে না।
Kolkata Municipal Corporation: কলকাতা পুরসভায় প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মেডিক্যাল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। এই বিষয়ে আগ্রহী চাকরিপ্রার্থীদের অবিলম্বে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
KMC Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখএই পদে চাকরিপার্থীদের জন্য আবেদনের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর রাখা রয়েছে। সেই ক্ষেত্রে দেরি করলে হারাতে পারেন এই সুযোগ। এই মেডিক্যাল অফিসার পদে মোট ৬৭ জনকে নেওয়া হবে। মনে রাখবেন, এই পুরো প্রক্রিয়াটাই হবে কেবল সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে।
Kolkata Municipal Corporation: শিক্ষাগত যোগ্যতাএই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। অবশ্যই মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে স্বীকৃত হতে হবে ডিগ্রি। আবেদনকারীদের ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। সঙ্গে এক বছরের ইন্টার্নশিপ করাটা বাধ্যতামূলক।
আরও পড়ুন : KMC Recruitment 2022: কলকাতা পুরসভায় মেডিক্যাল অফিসার নিয়োগ, এদের জন্য সুবর্ণ সুযোগ
Education Loan Information:
Calculate Education Loan EMI