Tax Planning: এই ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গেও। ইনভেস্টমেন্ট প্রুফ জমা না দেওয়ায় কাটা যেতে পারে বেতন। জানেন কীভাবে ফেরত পেতে পারেন এই টাকা।
Salary Cut: আর্থিক বছরের শেষে দিতে হয় এই টাকা
বেতনভুক কর্মচারীদের ক্ষেত্রে আর্থিক বছরের শেষে আয়কর কাটার বিষয় রয়েছে। অনেক সময় এমন হয় যে, আপনার পুরো বছরের ট্যাক্স সঠিকভাবে কাটা হয় না। আর্থিক বছরের শেষ দুই বা তিন মাসে সমস্ত ট্যাক্স একসাথে কেটে নেওয়া হয়। যে কারণে পুরো বেতনের খুব কম অংশ আপনার কাছে আসে। আপনিও যদি এই সমস্যার মুখোমুখি হয়ে থাকেন, তাহলে ট্যাক্সের প্রামাণ্য নথি জমা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারবেন।
Tax Planning: কীভাবে আয়কর পরিকল্পনা করতে হয়
আয়কর পরিকল্পনার ক্ষেত্রে নতুন আর্থিক বছরের শুরুতে আপনার নিয়োগকর্তাকে বছরে কত বিনিয়োগ করতে চান তা জানিয়ে দিন। সেই ক্ষেত্রে বিনিয়োগ সীমার অধীনে কোথায় কত টাকা বিনিয়োগ করবেন তা জানান। পরবর্তীকালে বছর শেষ হওয়ার আগে নিয়োগকর্তা বিনিয়োগের প্রমাণ চাইলে সহজেই তা তাঁর হাতে তুলে দিন।
Salary Cut: কী ভুল করেন বেতনভুক কর্মচারীরা ?
বেশিরভাগ ক্ষেত্রেই বেতনভুক শ্রেণির কর্মীরা প্রায়ই এই ভুল করে থাকে। বিনিয়োগের প্রমাণপত্র সময়মতো নিয়োগকর্তার কাছে জমা দেয় না। তাই তাদের ডেটা সময়মতো আপডেট করা হয় না। ফলে বেতনের একটি বড় অংশ কর হিসাবে কেটে নেওয়া হয়।
Tax Planning: কীভাবে টাকা ফেরত পাবেন ?
এর জন্য সবচেয়ে বড় সমাধান হল যখন আয়কর রিটার্নের উইন্ডো। এই জানালা খুললেই সময়মতো আয়কর রিটার্ন জমা দিন। আপনার সব বিনিয়োগ সম্পর্কে সঠিক তথ্য দিন। FD, RD ছাড়াও আরও বিনিয়োগ সম্পর্কে জানান। তাহলেই আপনার বেতন থেকে কাটা টাকা অ্যাকাউন্টে ফেরত চলে আসবে।
আরও পড়ুন : State Bank Vs Post Office: কোথায় বিনিয়োগে বেশি সুদ, স্টেট ব্যাঙ্ক না পোস্ট অফিস ?