Investment Scheme: সঞ্চয়ের পাশাপাশি সুরক্ষিত তহবিলের কথা ভাবছেন, রেকারিং ডিপোজিট দিতে পারে সেই সুবিধা।   আপনি যদি সঞ্চয়ের জন্য কোনও ভাল স্কিম খোঁজেন, তবে পোস্ট অফিস বা স্টেট ব্যাঙ্কের আরডিতে ভাল সুদ পেতে পারেন। RD-তে ভাল সুদের পাশাপাশি টাকার গ্যারান্টিও পাবেন আপনি।


State Bank Vs Post Office RD: কোথায় বেশি সুবিধা পাবেন জানেন ?


RD-র নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট হোল্ডারদের একই পরিমাণ টাকা কিস্তিতে জমা দিতে হয় অ্যাকাউন্টে। সেই ক্ষেত্রে মেয়াদপূর্তির পর আপনি আপনার টাকা ও সুদের সুবিধা পান। মনে রাখবেন, কিস্তির পরিমাণ একবার IRD অ্যাকাউন্টে নিশ্চিত হয়ে গেলে তা পরিবর্তন করা যায় না। আপনি পোস্ট অফিস বা ব্যাঙ্ক যেকোনও জায়গায় রেকারিং ডিপোজিট বা আরডি খুলতে পারেন। জেনে নিন পোস্ট অফিসের RD তে বেশি সুবিধা পাবেন নাকি স্টেট ব্যাঙ্কের।


Post Office RD: পোস্ট অফিস আরডিতে কত সুদ ?


নিয়ম অনুসারে, আপনি 100 টাকা দিয়ে পোস্ট অফিসে RD শুরু করতে পারেন। এতে টাকা জমার সর্বোচ্চ কোনও সীমা নেই।  আপনার অ্যাকাউন্ট মাসের প্রথম 15 দিনের মধ্যে খোলা হলে তখনই আরডি-র টাকা অ্যাকাউন্টে দিতে হবে। একই সময়ে আপনি যদি মাসের প্রথম 15 দিনের পরে আপনার অ্যাকাউন্ট খোলেন, তবে আপনাকে মাসের শেষ তারিখের আগে অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে। পোস্ট অফিস আরডি স্কিমেও ঋণ পাওয়া যেতে পারে। বর্তামেন পোস্ট অফিসের আরডিতে 5.8 শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে।


State Bank RD: স্টেট ব্যাঙ্কের আরডিতে কত পাবেন ?


স্টেট ব্যাঙ্কে RD অ্যাকাউন্ট খুললে 5.25 শতাংশ থেকে 7.25 শতাংশ পর্যন্ত সুদের সুবিধা পাবেন। স্টেট ব্যাঙ্কে আপনি 1 বছর থেকে 10 বছরের জন্য RD অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়াও, আপনি আরডি রেখে ঋণও নিতে পারেন। আপনি এই অ্যাকাউন্টটি ন্যূনতম 12 মাসের জন্য খুলতে পারেন।


Investment Scheme: কারা আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন ?


18 বছরের বেশি বয়সী যেকোনও ব্যক্তি RD অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে যৌথ অ্যাকাউন্টও খোলা যেতে পারে। অভিভাবক চাইলে নাবালকের জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি কোনও নাবালকের বয়স 10 বছরের বেশি হয়, তবে তার নামেও অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এই স্কিমের অধীনে আপনি যত খুশি অ্যাকাউন্ট খুলতে পারেন।


আরও পড়ুন : Indian Railway Rules: রেলে অনলাইন ওয়েটিং টিকেট কনফার্ম হয়নি, কীভাবে টাকা ফেরত পাবেন জানেন ?