Continues below advertisement

DoT Order On Pre Installed App : এক সরকারি আদেশ নিয়ে ফের তোলপাড় শুরু হয়ে গেল দেশের রাজনীতি। সৌজন্যে ডিপার্টমেন্ট অফ টেলিকম(DoT)-এর আদেশ। যেখানে বলা হয়েছে, ভারতে তৈরি সব মোবাইলে এখন থেকে প্রি-ইনস্টলড সঞ্চার সাথী অ্যাপ (Sanchar Saathi) থাকবে। যার প্রবল বিরোধিতা শুরু করেছে কংগ্রেস।  

এই নিয়ে কী বলছে সরকারইতিমধ্যেই DoT-এর আদেশ নিয়ে সাফাই দিয়েছে সরকার। যেখানে বলা হয়েছে, টেলিকম বিভাগের আদেশের মূল্য় লক্ষ্য হল, দেশে নকল হ্যান্ডসেট ও সাইবার জালিয়াতি থেকে গ্রাহকদের রক্ষা করা। যেকারণে সরকার প্রি-ইন্সটল করা অ্যাপের উপর জোর দিয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, মোবাইল হ্যান্ডসেটে সঞ্চার সাথী অ্যাপ প্রি-ইন্সটল করার জন্য টেলিযোগাযোগ বিভাগের (DoT) নির্দেশিকা নাগরিকদের নকল হ্যান্ডসেট  থেকে সুরক্ষা দেবে। পাশাপাশি, টেলিকম সম্পদের সন্দেহজনক অপব্যবহার রোধ করা সহজ হবে।  

Continues below advertisement

মন্ত্রক জানিয়েছে, টেলিকম সাইবার সুরক্ষা আইনের বিধান অনুসারে DoT ২৮ নভেম্বর এই নির্দেশিকা জারি করেছে। এবার থেকে ভারতে ব্যবহারের জন্য তৈরি মোবাইল হ্যান্ডসেটের নির্মাতা ও আমদানিকারকদের এই নিয়ম মেনে চলতেই হবে। 

এই নিয়ে কী বলছে কংগ্রেসএর আগে কংগ্রেস ১ ডিসেম্বর নতুন মোবাইল হ্যান্ডসেটে সঞ্চার সাথী অ্যাপ প্রি-ইন্সটল করার জন্য টেলিযোগাযোগ বিভাগের (DOT) নির্দেশিকাকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে। এই অর্ডারকে অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছে বিরোধী দল।

‘প্রত্যেক ভারতীয়ের উপর নজরদারি করার জন্য দুঃস্বপ্নলোকের হাতিয়ার’এই বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেছেন, ''গোপনীয়তার অধিকার জীবন ও স্বাধীনতার মৌলিক অধিকারের একটি অংশ। বিগ ব্রাদার আমাদের উপর নজর রাখতে পারবে না। DoT-এর এই নির্দেশ অসাংবিধানিক। গোপনীয়তার অধিকার হল, জীবন ও স্বাধীনতার মৌলিক অধিকারের একটি অন্তর্নিহিত অংশ, যা সংবিধানের ২১ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত।''

সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের ক্ষোভX পোস্টে ভেনুগোপাল বলেছেন, “ এটি একটি প্রি-লোডেড সরকারি অ্যাপ যা আনইনস্টল করা যাবে না। প্রতিটি ভারতীয়কে পর্যবেক্ষণ করার জন্য একটি ডিস্টোপিয়ান হাতিয়ার। এটি প্রতিটি নাগরিকের গতিবিধি ও সিদ্ধান্তের উপর নজর রাখার একটি মাধ্যম। ” সোশ্যাল মিডিয়ায় বেনুগোপাল টেলিকম সাইবার সিকিউরিটি রুলস, ২০২৪ (সংশোধিত) এর অধীনে DoT-এর নির্দেশ শেয়ার করেছেন। যাতে মোবাইল হ্যান্ডসেটে সঞ্চার সাথী অ্যাপের প্রি-ইনস্টলেশনের মাধ্যমে এর সত্যতা যাচাই করা যায়।

DOT-এর নির্দেশে কী বলা হয়েছে টেলিকম বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই নির্দেশ মেনে চলতে ব্যর্থ হলে টেলিযোগাযোগ আইন, ২০২৩, টেলিকম সাইবার সিকিউরিটি রুলস, ২০২৪ (সংশোধিত) ও অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে। "এই নির্দেশাবলী অবিলম্বে কার্যকর হবে ও DoT কর্তৃক সংশোধিত বা প্রত্যাহার না করা পর্যন্ত বলবৎ থাকবে।"