Interest Rate on Savings Account:  সঞ্চয়ের ক্ষেত্রে  বিকল্প  হিসেবে খুবই জনপ্রিয় ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটে লগ্নি সবচেয়ে সুরক্ষিত ও ভালো বিকল্প হিসেবে মনে করা হয়। যে কোনও বড় ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে লগ্নি করলে ৫ থেকে ৬ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এজন্য জেনে রাখা দরকার কয়েকটি ছোট ব্যাঙ্ক সম্পর্কে যেখানে সেভিংস অ্যাকাউন্টেই ফিক্সড ডিপোজিটের তুলনায় বেশি হারে সুদ পাওয়া যায়। ছোট ব্যাঙ্কগুলি সেভিংস অ্যাকাউন্টে আকর্ষণীয় সুদের হার দিয়ে থাকে রিটেল গ্রাহকদের টানার জন্য।


এদিক থেকে, কোনও সেভিংস অ্যাকাউন্টে অর্থ জমা রেখে ফিক্সড  ডিপোজিটের তুলনায় বেশি হারে সুদ পাওয়া গেলে তা আমানতকারীর পক্ষে খুবই সুবিধাজনক। এক্ষেত্রে একইসঙ্গে দুটি সুবিধা পাওয়া যায়। কারণ, সেভিংস অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিটের মতো কোনও নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রাখার বাধ্যবাধ্যকতা নেই। এতো গেল একটা সুবিধা। অন্য সুবিধা হল, যে কোনও সময়েই সুদ সহ এক্ষেত্রে টাকা তুলে নিতে পারা যায়। এখন দেখে নেওয়া যাক সেই ব্যাঙ্কগুলি সম্পর্কে, যারা ফিক্সড ডিপোজিটের তুলনায় সেভিংস অ্যাকাউন্টে বেশি সুদ দেওয়া হয়।


সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক 


- এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে ৬.২৫ শতাংশ হারে সুদের হারের অফার দেওয়া হচ্ছে
- এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম মাসিক ব্যালেন্স ২০০০ টাকা রাখতে হবে


ডিসিবি ব্যাঙ্ক
- এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে ৬.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে
- এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে


ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক


- এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে ৭ শতাংশ সুদের হারের অফার দেওয়া হচ্ছে
- সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম গড় মাসিক ব্যালেন্স আড়াই হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত থাকতে হবে। 


এইউ স্মল ফাইনান্স ব্যাঙ্ক
-এএউ স্মল ফিনান্স ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে ৭ শতাংশ হারে সুদের হার দেওয়া হচ্ছে
-এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে গড় মাসিক ব্যালেন্স ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে থাকতে হবে।