SBI 3-in-1 Account Facility: গ্রাহকদের সুবিধা দিতে এবার 3-in-1 অ্যাকাউন্ট পরিষেবা শুরু করল State Bank of India (SBI)। এ বার থেকে এক অ্যাকাউন্টেই পাবেন তিনটি কাজের সুবিধা। 

SBI Customer Announcement: এতদিন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়াও অনলাইন ট্রেডিং অ্যাকাউন্ট আলাদা করে খুলতে হত স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের। এখন থেকে আর সেই ঝক্কি পোহাতে হবে না। আগে শেয়ার বাজারে খাতা খুলতে ডিম্যাট ছাড়াও আলাদা করে অনলাইন ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হত কাস্টমারদের। নতুন 3-in-1 Account খুললে যা আলাদা করে করতে হবে না। SBI জানিয়েছে, গ্রাহকদের কাগজমুক্ত লেনদেন উৎসাহ দিতেই এই সুবিধা নিয়ে এসেছে তারা।  

SBI 3-in-1 Account Facility: সম্প্রতি এই বিষয়ে একটি ট্যুইট করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যেখানে ব্যাঙ্ক জানিয়েছে, স্টক মার্কেটে বিনিয়োগকারী গ্রাহকদের জন্য ডিম্যাট (Demat) ও (Trading account)ট্রেডিং অ্যাকাউন্ট বাধ্যতামূলক। যে গ্রাহকরা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, তাঁরা ব্যাঙ্কের e-margin facility-র মাধ্যমে 3-in-1  Account পরিষেবা নিতে পারবেন। সেই ক্ষেত্রে এক ছাদের তলায় savings account, Demat account, trading account-এর সুবিধা পাবেন তাঁরা। 

SBI savings bank account: অ্যাকাউন্ট খোলার প্রয়োজনীয় নথির তালিকা

PAN or Form 60Photograph

সরকারিভাবে স্বীকৃত প্রামাণ্য নথি PassportAadhar CardDriving LicenseVoter ID CardJob Card  (MNREGA)National Population Register-এর চিঠি, যেখানে আপনার নাম ও ঠিকানা দেওয়া রয়েছে।

SBI Demat ও trading account খোলার প্রয়োজনীয় নথি

Passport size photograph Pan card Aadhar card বাতিল চেকের পাতার ছবি/ সাম্প্রতিক ব্যাঙ্ক স্টেটমেন্ট