SBI Alert: ফের গ্রাহকদের সতর্ক করল স্টেট ব্যাঙ্ক (SBI)। এখনও এই কাজ না করে থাকলে আগামী দিনে বন্ধ হয়ে যাবে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট। এবার অনলাইনেই করেনিতে পারবেন স্টেট ব্যাঙ্কের এই কাজ। জেনে নিন কীভাবে ?


SBI Notice: বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট
এখনও আপনার ব্যাঙ্কে কেওয়াইসি নথি জমা না দিলে ফ্রিজ বা বন্ধ করে দেওয়া হবে আপনার অ্যাকাউন্ট। এখন অবশ্য বাড়িতে বসেই আপডেট করতে পারবেন আপনার কেওয়াইসি বিবরণ। এর জন্য আলাদা করে ব্যাঙ্কের শাখায় যেতে হবে না আপনাকে। মনে রাখবেন, আপনার অ্যাকাউন্টকে ফ্রিজ হওয়া থেকে বাঁচাতে এটি নিয়ন্ত্রণে রাখতে KYC করা অবশ্যই প্রয়োজন।


SBI Alert: অনলাইনে কেওয়াইসি কীভাবে আপডেট করবেন  ?


কেওয়াইসির জন্য নথি জমা দেওয়ার আগে কেওয়াইসির বিশদ বিবরণ আপডেট করার জন্য আপনাকে ব্যাঙ্কের কিছু নথি জমা দিতে হবে। জেনে নিন কেওয়াইসি আপডেট করতে কী নথি লাগবে।


SBI Notice: সবার জন্য প্রয়োজনীয় কেওয়াইসি নথি


 পাসপোর্ট
 ভোটার আইডি কার্ড
 ড্রাইভিং লাইসেন্স
 আধার কার্ড
 এনরেগা কার্ড
 প্যান কার্ড


SBI Update: অপ্রাপ্তবয়স্কদের জন্য প্রয়োজনীয় কেওয়াইসি নথি


যদি নাবালক অ্যাকাউন্টহোল্ডারের বয়স 10 বছরের কম হয়, তাহলে অ্যাকাউন্ট পরিচালনাকারী ব্যক্তির আইডি প্রমাণ জমা দিতে হবে।


KYC আপডেট করুন এইভাবে 


1 গ্রাহকদের তাদের ঠিকানা ও পরিচয় প্রমাণপত্র স্ক্যান করে শাখার অফিশিয়াল মেইল ​​আইডিতে পাঠাতে হবে।


2 যদি আপনার কেওয়াইসি ডকুমেন্ট জমা সম্পন্ন না হয়, তাহলে অনলাইনে আপনার কেওয়াইসি ডকুমেন্ট পাঠান।


3 যে নথিগুলি পাঠাতে হবে, তার মধ্যে রয়েছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, এনরেগা কার্ড, প্যান কার্ড সহ আপনার ঠিকানা প্রমাণ।


4 যদি নাবালকের বয়স 10 বছরের কম হয়, এমন অবস্থায় সেই নাবালকের অ্যাকাউন্ট পরিচালনাকারী ব্যক্তির পরিচয়পত্র দিতে হবে।


5 যখন অ্যাকাউন্টধারকের বয়স 10 বছরের বেশি হবে তখন তাদেরও অন্যদের মতো কেওয়াইসি নথি জমা করতে হবে।


আরও পড়ুন : Debit Credit Card Rule: ১ জুলাই থেকে নতুন নিয়ম, ডেবিট-ক্রেডিট কার্ডের লেনদেনে নয়া রুল