SBI Customer Alerts: ব্যাঙ্কের শাখায় যাওয়ার পরিবর্তে আজকাল ঘরে বসে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্যবহার করে আর্থিক লেনদেন সারতে পছন্দ করেন গ্রাহকরা। অনলাইন লেনদেনের ব্যবহার বৃদ্ধির কারণে সাইবার অপরাধের ঘটনাও দ্রুত বাড়ছে। সেই কারণে গ্রাহকদের অনলাইনে প্রতারণার বিষয়ে সতর্ক করতে ট্যুইট করেছে স্টেট ব্যাঙ্ক (SBI)। জেনে নিন কী বলছে ব্যাঙ্ক।
SBI Alert: কোন কোন নম্বর তৈরি করছে সমস্যা
ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, সাইবার অপরাধীরা SBI-এর নাম করে 91-8294710946 ও +91-7362951973 নম্বর থেকে কল করছে। গ্রাহকদের বিপদে ফেলতে কেওয়াইসি আপডেট করতে বলা হচ্ছে। এখানেই শেষ নয়, গ্রাহকরা এই ধরনের ফাঁদে পা না দিলে জালিয়াতির লিঙ্ক পাঠাচ্ছে প্রতারকরা। যেখানে কোনও প্রলোভন দেখিয়ে ওই লিঙ্কে করাতে পারে প্রতারকরা। একবার ওই ভুয়ো লিঙ্কে ঢুকে তথ্য দিলেই ফাঁকা হবে আপনার অ্যাকাউন্ট।
SBI Customer Alerts: প্রতারণা এড়াতে এই বিষয়গুলো মাথায় রাখুন-
যদি কেউ আপনাকে কল, এসএমএস বা ইমেলের মাধ্যমে কেওয়াইসি আপডেটের তথ্য পাঠায় তাহলে এমন পরিস্থিতিতে এই ধরনের কল মেসেজ থেকে সাবধানে থাকুন।
সময়ে সময়ে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে থাকুন।
SBI-এর সাথে যোগাযোগ করতে অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া নম্বরগুলিতে কল করুন।
আপনি যদি কোনও ধরনের প্রতারণার শিকার হন তবে https://cybercrime.gov.in ওয়েবসাইটে আপনার অভিযোগ নথিভুক্ত করুন।
SBI Customer Alerts: এই ভুল করা এড়িয়ে চলুন
আপনার ব্যক্তিগত বিবরণ ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না
আপনার পাসওয়ার্ড আরও শক্তিশালী করুন।
আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI পিনের পাসওয়ার্ড কোথাও লিখবেন না।
সোশ্যাল মিডিয়াতে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন।
কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।
আরও পড়ুন : Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৫ পরিবর্তন, না জানলে আপনার ক্ষতি