SBI Scheme: নাগরিকদের আর্থিক সুরক্ষার সঙ্গে ভাল রিটার্ন দিতে উদ্যোগ নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এই ব্যাঙ্কের স্কিমে একবার টাকা রেখে মাসে-মাসে পেতে পারেন দারুণ রিটার্ন। জেনে নিন কী রয়েছে এই বিশেষ স্কিমে। 


SBI Annuity Deposit: কেন ঝুঁকি নেই এই স্কিমে ?
ভারতে বেশিরভাগ মানুষ স্টক ও ক্রিপ্টোকারেন্সির মতো ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করতে চান না। সেই ক্ষেত্রে ঝুঁকি ছাড়াই নিরাপদ ভবিষ্যৎ দিতে বিভিন্ন স্কিম অফার করে দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক SBI। ভারতীয়রা বিশেষত প্রবীণ নাগরিক ও মধ্যবিত্ত তাদের অর্থ সঞ্চয় স্কিমগুলিতে রাখতে পছন্দ করেন, যেখানে বাজারের পরিস্থিতির সঙ্গে টাকা পরিবর্তিত হয় না। সম্প্রতি নাগরিকদের সেই চাহিদার কথা মাথায় রেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই বার্ষিক আমানত স্কিম (SBI Annuity Deposit)চালু করেছে।


SBI Annuity Deposit: এসবিআই বার্ষিক আমানত স্কিম কী
এসবিআই বার্ষিক আমানত স্কিম এমন একটি স্কিম যার মাধ্যমে গ্রাহকরা এককালীন অর্থ বিনিয়োগ করে মাসিক আয় করতে পারবেন। এই স্কিমের মাধ্যমে গ্রাহকের এককালীন জমা টাকা পরবর্তীকালে তাঁদের সুদের সঙ্গে প্রতি মাসে সমপরিমাণে দেওয়া হয়। এই ক্ষেত্রে বিনিয়োগকারী মাসে কত টাকা করে চান, তার ওপর ভিত্তি করে তাঁকে এককালীন টাকা দিতে হবে। পেমেন্ট মাসের শেষ তারিখে শুরু হয়। যদি কোনও কারণে সেই মাসে ২৯,৩০, ৩১ তারিখ না থাকে তাহলে পরবর্তী মাসের ১ তারিখ টাকা দেওয়া হবে আমানতকারীকে।  


SBI Annuity Deposit: এসবিআই বার্ষিক আমানত স্কিমের বৈশিষ্ট্য
- এসবিআই গ্রাহকরা 36, 60, 84 বা 120 মাসের আমানতের মেয়াদে এই স্কিমটি পেতে পারেন। এরপরই তারা রিটার্ন পেতে শুরু করবেন।
- এসবিআই বার্ষিক আমানত স্কিম ব্যাঙ্কের সব শাখায় পাওয়া যায়। চাইলে এক শাখা থেকে অন্য শাখায় স্কিম ট্রান্সফার করতে পারেন।
-  এই ক্ষেত্রে ন্যূনতম মাসিক আমানতের পরিমাণ হতে হবে ১০০০টাকা। এর মানে 3 বছরের স্কিমের জন্য একজন গ্রাহককে কমপক্ষে 36,000 
টাকা জমা দিতে হবে। তবেই তিনি মাসে ১০০০টাকা পাবেন। আমানতের পরিমাণের কোন ঊর্ধ্বসীমা নেই।
- এসবিআই বার্ষিক আমানত স্কিমের আওতায় 15 লক্ষ টাকা পর্যন্ত 'প্রিম্যাচিওর পেমেন্ট' অনুমোদন করে।  
- এই ক্ষেত্রে সুদের হার স্থায়ী আমানতের সমান দেওয়া হয়। সেখানে সাধারণ ও প্রবীণ নাগরিকদের সুদের হার এক রাখা হয়েছে। 
- বিশেষ ক্ষেত্রে বার্ষিক পরিমাণের 75 শতাংশ পর্যন্ত ওভারড্রাফ্ট বা ঋণ দেওয়া যেতে পারে। 


- এসবিআই বার্ষিক আমানত স্কিমের অধীনে টার্ম ডিপোজিটের পরিবর্তে ইউনিভার্সাল পাসবুক ইস্যু করা হয়।


- নাবালক সহ সব গ্রাহক এই সুবিধা পেতে পাবেন। 
-NRO ও NRE গ্রাহক এসবিআই বার্ষিক আমানত স্কিমের সুবিধা গ্রহণ করতে পারবেন না।


আরও পড়ুন : LIC Jeevan Mangal Plan: প্রিমিয়ামের পুরো টাকা ফেরত মেয়াদ শেষের পর, LIC-র এই পলিসিতে বাম্পার বেনিফিট