LIC New Policy: বেসরকারি বহু বিমা কোম্পানির মাঝে আজও দেশবাসীর আস্থার জায়গা LIC। দীর্ঘ বছর ধরে গ্রাহকদের বিশ্বস্ত পরিষেবা দেওয়ার কারণেই এই মান অর্জন করেছে কোম্পানি। সম্প্রতি গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন পলিসি এনেছে কোম্পানি। যার নাম দেওয়া হয়েছে LIC Jeevan Mangal Plan।
LIC Jeevan Mangal Plan: কী সুবিধা এই পলিসিতে ?
এলআইসির নতুন জীবন মঙ্গল পলিসি হল একটি সুরক্ষার পলিসি, যেখানে গ্রাহক মেয়াদকালের শেষে প্রিমিয়াম ফেরত পেয়ে যান। যেখানে আপনি একবারে বা সময়ে-সময়ে প্রিমিয়াম দিতে পারেন। এই পলিসিতে একটি দুর্ঘটনাজনিত সুবিধা রয়েছে। এই ক্ষেত্রে দুর্ঘটনায় কারও মৃত্যু হলে দ্বিগুণ 'রিস্ক কভার' দেয় কোম্পানি।
LIC New Policy: এই পলিসির বয়সসীমা
নতুন এই জীবন মঙ্গল পলিসি গ্রহণ করতে আপনার বয়স কমপক্ষে 18 বছর ও সর্বাধিক 55 বছর হওয়া উচিত। এই পলিসি মেয়াদকাল বিমাকারীর 65 বছর বয়স হলে পূর্ণ হয়। এই নীতিতে বিমাকারীরা সর্বনিম্ন 10 হাজার ও সর্বাধিক 50 হাজার টাকার বিমা পান। আপনি যদি রেগুলার প্রিমিয়াম পলিসি বেছে নিয়ে 10 বছরের জন্য 20,000 টাকার বিমা পলিসি গ্রহণ করেন, তাহলে আপনাকে 1,191 টাকা বার্ষিক প্রিমিয়াম দিতে হবে।
LIC Jeevan Mangal Plan: নতুন জীবন মঙ্গল পলিসিতে অনেক কভার পাওয়া যায়
এখানে রেগুলার প্রিমিয়াম পলিসি গ্রহণ করার পর বিমাকারীর আকস্মিক মৃত্যুতে তার পরিবার 7 গুণ বা প্রদত্ত প্রিমিয়ামের 105 শতাংশ পর্যন্ত অর্থ পায়। পাশাপাশি একবারে প্রিমিয়াম প্রদানকারীর মৃত্যুর পরে তাঁর পরিবার প্রিমিয়ামের পরিমাণের 125 শতাংশ পর্যন্ত পান।
LIC New Policy: কর ছাড়ের সুবিধা
LIC নতুন জীবন মঙ্গল পলিসিতে বিনিয়োগ করে আপনি আয়কর ছাড়ের সুবিধাও পাবেন। এতে আপনি আয়কর 80C ধারার আওতায় ছাড় পাবেন। এর সঙ্গে মেয়াদপূর্তিতে প্রাপ্ত প্রিমিয়ামের পরিমাণে কোনও কর নেই।
আরও পড়ুন : LIC Dhan Sanchay Policy: দারুণ সুবিধা দিচ্ছে এলআইসির এই নতুন পলিসি, জেনে নিন আপনার লাভ