Fixed Deposit: প্রবীণ নাগরিকদের বিশেষ ফিক্সড ডিপোজিটের সময়সীমা বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) । ২০ মে ২০২০ সালে VCare নামের সিনিয়র সিটিজেন স্পেশাল এফডি চালু করেছিল ব্যাঙ্ক। যেখানে বিনিয়োগের তারিখ দেওয়া হয়েছিল সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত। এর পরে বিনিয়োগের শেষ তারিখ ৩১ মার্চ, 2023 পর্যন্ত রাখা হয়েছিল। যা এখন বাড়িয়ে ৩০ জুন, ২০২৩ করা হয়েছে।


SBI ওয়েবসাইটে বলা হয়েছে, ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ FD চালু করেছে, যাতে তাদের আয়ের নিরাপত্তার পাশাপাশি বেশি সুদের সুবিধা রয়েছে। প্রবীণ নাগরিকদের বিশেষ FD স্কিমের আওতায় ৫০ থেকে ১০০ বেসিস পয়েন্ট বেশি সুদ দেওয়া হচ্ছে।


FD Interest: স্পেশাল এফডি স্কিমে কত বেশি পাবেন ?


এই বিশেষ FD-র অধীনে ব্যাঙ্ক 5 বছর থেকে 10 বছরের মেয়াদে 7.50 শতাংশ সুদ দিচ্ছে। আপনি যদি এই এফডিতে বিনিয়োগ করতে চান, তবে ব্যাঙ্কের শাখা, ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইয়োনোর মাধ্যমে বুক করতে পারেন। প্রবীণ নাগরিকদের আয় সুরক্ষিত রাখার লক্ষ্যে এই বিশেষ এফডি চালু করা হয়েছে। 


SBI Update: কোন মেয়াদে কত সুদ ?


7 থেকে 45 দিনের মেয়াদে 3.5% সুদ


46 থেকে 179 দিনের মেয়াদে 5%


180 দিন থেকে 210 দিনের জন্য 5.75%


211 দিন থেকে 1 বছরের জন্য 6.25%


1 বছর থেকে 2 বছরের মধ্যে 7.3 শতাংশ


2 থেকে 3 বছরের জন্য 7.5%


3 থেকে 5 বছরের জন্য 7%


5 থেকে 10 বছরের জন্য 7.50% 


Fixed Deposit: রয়েছে ঋণের সুবিধা


যদি কেউ এই এফডি স্কিমে বিনিয়োগ করে, তবে তাকে ঋণের সুবিধাও দেওয়া হয়। তবে আয়কর বিভাগের নিয়ম অনুসারে আপনাকে আয়ের উপর টিডিএস চার্জও দিতে হবে।


এই ব্যাঙ্কগুলি বিশেষ এফডিও দিচ্ছে


SBI ছাড়াও, ICICI ব্যাঙ্কের বিশেষ FD স্কিম 7 এপ্রিল শেষ হবে। HDFC ও IDFC বিশেষ FD আপডেট করেনি।


SBI Recruitment 2023: কর্মী নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI)। একাধিক পদে নিয়োগ (Recruitment) করা হবে। ১০৩১টি শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩ অফিশিয়াল নোটিফিকেশন অনুসারে, পয়লা এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। অনলাইনেই হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এই বিষয়ে বিস্তারিত জানতে স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।


 


আরও পড়ুন : Aadhaar Update: আধার কার্ডের মাধ্যমেও তোলা যায় টাকা ? জেনে নিন পদ্ধতি