SBI Update: প্রবীণ নাগরিকরা পাবেন ৬.৩০ শতাংশ সুদ, বিশেষ FD স্কিমে টাকা জমার সময়সীমা বাড়াল এই ব্যাঙ্ক

SBI WeCare: প্রবীণ নাগরিকদের বিশেষ ফিক্সড ডিপোজিটে টাকা জমার সময়সীমা বাড়িয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এই তারিখের মধ্যে আগামী দিনে জমা দিতে হবে টাকা।

Continues below advertisement

SBI WeCare: প্রবীণ নাগরিকদের বিশেষ ফিক্সড ডিপোজিটে টাকা জমার সময়সীমা বাড়িয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ব্যাঙ্কের SBI Wecare-এ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টাকা জমা দিতে পারবেন আগ্রহীরা।
 
SBI Interest Rates: স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, প্রবীণ নাগরিকদের বিশেষ FD স্কিমে ৫০ বিপিএসের পাশাপাশি অতিরিক্ত ৩০ বিপিএস রিটেইল টার্ম ডিপোজিটের ক্ষেত্রে দেওয়া হবে। কেবল ৫ বছর ও তার বেশি মেয়াদের ক্ষেত্রেই এই অতিরিক্ত সুদ দেওয়া হবে। 

Continues below advertisement

SBI WeCare: স্টেট ব্যাঙ্কের Wecare-এ প্রবীণ নাগরিকদের সাধারণের থেকে ০.৮ শতাংশ বেশি সুদ দিচ্ছে কর্তৃপক্ষ। সাধারণ নাগরিকরা ৫ বছর স্থায়ী আমানতে টাকা রাখলে পাচ্ছেন ৫.৫০ শতাংশ সুদ। সেখানে প্রবীণ নাগরিকরা SBI WeCare স্কিমে পাচ্ছেন ৬.৩০ শতাংশ সুদ। গত ১৫ ফেব্রুয়ারি থেকে প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতে এই সুদের হার কার্যকর করেছে স্টেট ব্যাঙ্ক। তবে এটি কোনও নতুন স্কিম নয়। ২০২০ সালের মে মাস থেকেই প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিম নিয়ে এসেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

SBI hikes interest rates:  সম্প্রতি স্থায়ী আমানতে ফের সুদের হার বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। fixed deposit (FD)-তে ২ বছরের বেশি মেয়াদকালে এই সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আরও একবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম লাগু করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সুদের হার বৃদ্ধির কথা নিজেদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক। 

SBI hikes interest rates: ২-৩ বছরের মেয়াদে স্থায়ী আমানতের সুদের হার আগের ৫.১০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.২০ শতাংশ করা হয়েছে। ইতিমধ্যেই ২-৫ বছরের স্থায়ী আমানতের মেয়াদের হার ১৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৪৫ শতাংশ করা হয়েছে। একই মেয়াদে সুদের হার আগে ছিল ৫.৩৫ শতাংশ। এ ছাড়াও ৫-১০ বছর মেয়াদে স্থায়ী আমানতের সুদের হার ৫.৫০ শতাংশ পর্যন্ত সংশোধন করা হয়েছে।সংশোধিত সুদের হার ২ কোটিরও কম স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

  

Continues below advertisement
Sponsored Links by Taboola