EPFO Alert! এবার EPFO-র টাকা হাতাতে ফাঁদ পেতেছে প্রতারকরা। নিত্যদিন চলছে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট হোল্ডারদের কল। আপনার এক ভুলে উধাও হবে সারা জীবনের সঞ্চিত অর্থ। তাই আগেভাবেই ফান্ডের সুরক্ষায় EPFO সদস্যদের সতর্ক করল সংগঠন।
EPFO Update: সম্প্রতি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তার গ্রাহকদের অনলাইন জালিয়াতির সম্ভাব্য হুমকি সম্পর্কে একটি সতর্কবার্তা জারি করেছে। ট্যুইটারে তার অফিশিয়াল হ্যান্ডেল থেকে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে EPFO। যেখানে তার সদস্যদের গোপন তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছে সংগঠন।
এমনকী যদি কেউ EPFO-র প্রতিনিধি বলেও গ্রাহকের থেকে তথ্য জানতে চায় তাও দিতে না করেছে Employees Provident Fund Organisation।সংগঠনের তরফে বলা হয়েছে, কখনোই গ্রাহকদের কাছে ব্যক্তিগত বিবরণ যেমন আধার, প্যান, ইউএএন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ওটিপি ফোনে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে বলে না EPFO।
EPFO Alert : প্রতারকদের কল পেলে কী করবেন ? যদি কেউ নিজেকে EPFO-র আধিকারিক পরিচয় দিয়ে ফোন করে UAN , PAN বা Aadhaar Number শেয়ার করতে বলে তাহলে অবিলম্বে EPFO-কে জানান। আপনি EPFO-র অফিশিয়াল ওয়েবসাইট— www.epfindia.gov.in -এ যোগাযোগ করতে পারেন। আপনি ট্যুইটারের মাধ্যমেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে FPFO-র সঙ্গে যোগাযোগ করতে পারেন।
EPFO Update: প্রতারকদের থেকে কীভাবে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন ? অনলাইন স্ক্যাম এড়াতে, EPFO সদস্যরা তাদের তথ্য DigiLocker-এ রাখতে পারেন। DigiLocker হল একটি নিরাপদ ক্লাউড ভিত্তিক প্ল্যাটফর্ম যা ডকুমেন্ট, সার্টিফিকেট সব সুরক্ষিত রাখে। এটি ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে ইলেকট্রনিক্স ও আইটি (MeitY) মন্ত্রকের একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ।
EPFO Alert : আপনি সহজেই আপনার মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে DigiLocker-এর জন্য সাইন আপ করতে পারেন। একবার আপনি সাইন আপ করলে, আপনার মোবাইল নম্বর বা 12 সংখ্যার আধার নম্বরে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাঠিয়ে যাচাই করা হবে। তারপর আপনাকে টু -ওয়ো অথেন্টিকেশনের জন্য আপনার সুরক্ষার পিন সেট করতে হবে। পরে 'আপলোড ডকুমেন্টস' থেকে আপনি ডিজিলকারে গোপন নথিগুলি আপলোড করতে পারেন।
নথিগুলি PDF, JPEG ও PNG বিভিন্ন ফর্ম্যাটে আপলোড করা যেতে পারে । ডিজিলকারে সর্বোচ্চ 10 এমবি ফাইল আপলোড করার অনুমতি দেওয়া হয়। এটি অবশ্যই উল্লেখ্য যে আপনার ডিজিলকার অ্যাকাউন্টকে আধার কার্ড নম্বরের সঙ্গে লিঙ্ক করতে হবে। পাশাপাশি আপনার মোবাইল নম্বরটি অবশ্যই আপনার আধার কার্ড নম্বরের সাথে লিঙ্ক করতে হবে।