Amrit Kalash Scheme: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI Fixed Deposit) একটি বিশেষ স্কিম চালু করা হয়েছে স্থায়ী আমানতের। নির্দিষ্ট দিনের মেয়াদে (Amrit Kalash Scheme) আকর্ষণীয় সুদের হার দিচ্ছে এসবিআই। স্কিমের নাম দেওয়া হয়েছে অমৃত কলস স্কিম। এই স্কিমের অধীনে ৪০০ দিনের মেয়াদে এসবিআই দুর্দান্ত সুদ দিচ্ছে গ্রাহকদের। আগেও একবার অমৃত কলস স্কিমে আবেদনের সময় বাড়ান হয়েছিল, এবার ফের একবার বাড়ান হল সময়সীমা। ২০২৪ সালে ৩১ মার্চ ছিল এই স্কিমের আবেদনের শেষ সময়, এবার তা বাড়ান হল সেপ্টেম্বর মাস পর্যন্ত।
কতদিনের জন্য এই স্কিমে বিনিয়োগ করতে পারেন
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই অমৃত কলস স্কিমে আবেদনের সময়সীমা বাড়িয়েছে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। গত বছর ২০২৩ সালের ১২ এপ্রিল এই স্কিম চালু করেছিল এসবিআই। এই অমৃত কলস স্কিম মূলত একটি ৪০০ দিনের স্থায়ী আমানত স্কিম (Amrit Kalash Scheme) যেখানে বিনিয়োগে গ্রাহকদের ৭.১০ শতাংশ হারে সুদ দেওয়া হয়। অন্যদিকে প্রবীণ নাগরিকরা এতে অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ পাবেন। এই প্রেক্ষিতে, প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিমে ৭.৬০ শতাংশ সুদ পাওয়া যায়। এই স্কিমে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন গ্রাহক।
সময়সীমা বাড়ান হয়েছে
এর আগে ২০২৩ সালের ২৩ জুন এই অমৃত কলস স্কিমের (SBI Fixed Deposit) আবেদনের সময়সীমা শেষ হয়েছিল। পরে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ান হয়। তারপর ফের একবার ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বাড়ায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার সেই অমৃত কলস স্কিমে আবেদনের সময়সীমা এই বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ান হয়েছে।
কীভাবে এই স্কিমে বিনিয়োগ করবেন
এসবিআই অমৃত কলস স্কিমে (Amrit Kalash Scheme) বিনিয়োগ করার জন্য আপনার কাছের যে কোনও এসবিআই (SBI Fixed Deposit) শাখায় গিয়ে আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ফটো, ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে সহজেই এই অমৃত কলস অ্যাকাউন্ট খুলে নেওয়া যায়। এই স্কিমে টিডিএস কেটে নেওয়ার পরেই সুদ ঢুকবে অ্যাকাউন্টে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।