নয়াদিল্লি : দুশ্চিন্তা বাড়িয়ে ফের ঋণের সুদ বাড়াল স্টেট ব্যাঙ্ক ( State Bank Of India )। সুদের হার দশমিক ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিল এই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক। 



State Bank Of India থেকে বাড়ি, গাড়ি বা পার্সোনাল লোন নিলে দিতে হবে ৭ দশমিক ৫ শতাংশ সুদ। ১০ বেসিস পয়েন্ট মার্জিনাল কস্ট লেন্ডিং রেট (Marginal cost of funds based lending rates)বাড়িয়েছে এসবিআই। এর ফলে এসবিআই-এর ঋণ গ্রহীতাদের মাসিক কিস্তির বোঝা আরও বাড়ল। 

জেনে নিন কত বাড়ল সুদ 
সেই সঙ্গে ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, ঋণের সুদের হার সংশোধনের ফলে ব্যাঙ্কটি ১ বছর থেকে ২ বছরের কম সময়ের  ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বাড়িয়েছে, যা আজ থেকে কার্যকর হবে ( ১৫ জুলাই, ২০২১ )। 


স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি অনুসারে, এক বছরের MCLR হার 7.40 শতাংশ থেকে 7.50 শতাংশ করা হয়েছে। রাতারাতি, এক মাস ও তিন মাসের জন্য রেট ৭.০৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.১৫ শতাংশ করা হয়েছে।


ছয় মাসের জন্য এমসিএলআর 7.35 শতাংশ থেকে 7.45 শতাংশে বৃদ্ধি করা হয়েছে, দুই বছর এবং তিন বছরের এমসিএলআরের হার যথাক্রমে 7.7 শতাংশ এবং 7.8 শতাংশ  করা হয়েছে।


ওভারনাইট:  পুরোনো হার - 7.05 শতাংশ , নতুন হার - 7.15 শতাংশ


এক মাস: পুরোনো হার - 7.05 শতাংশ, নতুন হার - 7.15 শতাংশ


তিন মাস: পুরোনো হার - 7.05 শতাংশ , নতুন হার - 7.15 শতাংশ


ছয় মাস: পুরোনো হার - 7.35 শতাংশ, নতুন হার - 7.45 শতাংশ


এক বছর: পুরোনো হার - 7.40 শতাংশ, নতুন হার - 7.50 শতাংশ


দুই বছর: পুরোনো হার - 7.60 শতাংশ, নতুন হার - 7.70 শতাংশ


তিন বছর: পুরোনো হার - 7.70 শতাংশ, নতুন হার - 7.80 শতাংশ


 দ্রব্যমূল্যবৃদ্ধির বৃদ্ধির মধ্যে EMI আরও বাড়লে সংসার চলবে কী করে, এই চিন্তায় সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধির এই চাপ বাড়তে বাড়তে কতদূর যাবে? সাধারণের ঘাড়ে দুশ্চিন্তার বোঝা আরও কত ভারী হবে? একরাশ হতাশার সঙ্গে এই প্রশ্নই তুলছেন অনেকে।