State Bank of India: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে আপনাদের জন্য দুঃসংবাদ। ১৫ জুলাই আজ থেকে ব্যাঙ্কের MCLR রেট (SBI MCLR Rates)বৃদ্ধির ঘোষণা করেছে SBI। সেই ক্ষেত্রে বাড়তি সুদের বোঝা বইতে হবে গ্রাহকদের। ঋণ, ইএমআইয়ের সুদের হার বাড়ায় প্রতি মাসে খরচ বাড়বে ঋণগ্রহীতাদের।
SBI MCLR Rates Hike: কত রেট বাড়াল ব্যাঙ্ক ?
নতুন ঘোষণা অনুযায়ী, MCLR-এর হার ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক। এর আগে, রিজার্ভ ব্যাঙ্ক দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মে ও জুন মাসে রেপো রেট বাড়িয়েছিল। তারপর থেকে, সব ব্যাঙ্ক ক্রমাগত তাদের Marginal cost of funds based lending rates(MCLR) হার বাড়িয়েছে। এর আগেও SBI MCLR রেট ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল। যে কারণে আগে থেকেই ঋণের কারণে অতিরিক্ত ব্যায়ের বোঝা বইতে হচ্ছে ঋণগ্রহীতাদের। এবার সেই খরচ আরও বাড়ল।
State Bank of India: ব্যাঙ্কের নতুন সুদের হার
SBI-এর নতুন সুদের হার বিভিন্ন মেয়াদের জন্য আলাদা রেখে কর্তৃপক্ষ। ব্যাঙ্কের এক মাস, তিন মাসের এমসিএলআর এখন ৭.১৫ শতাংশ হয়েছে। আগে ছিল ৭.০৫ শতাংশ। একই সময়ে, এক বছরের ঋণের এমসিএলআর বেড়েছে ৭.৫ শতাংশ, আগে এটি ছিল ৭.৪ শতাংশ ছিল। এর পাশাপাশি দুই বছরের ঋণের এমসিএলআর হয়েছে ৭.৮ শতাংশ। আগে তা ছিল ৭.৭ শতাংশ।
এখানে সংশোধিত MCLR হারগুলি রয়েছে:
ওভারনাইট: পুরোনো হার - 7.05 শতাংশ , নতুন হার - 7.15 শতাংশ
এক মাস: পুরোনো হার - 7.05 শতাংশ, নতুন হার - 7.15 শতাংশ
তিন মাস: পুরোনো হার - 7.05 শতাংশ , নতুন হার - 7.15 শতাংশ
ছয় মাস: পুরোনো হার - 7.35 শতাংশ, নতুন হার - 7.45 শতাংশ
এক বছর: পুরোনো হার - 7.40 শতাংশ, নতুন হার - 7.50 শতাংশ
দুই বছর: পুরোনো হার - 7.60 শতাংশ, নতুন হার - 7.70 শতাংশ
তিন বছর: পুরোনো হার - 7.70 শতাংশ, নতুন হার - 7.80 শতাংশ
SBI MCLR Rates Hike: এর সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের ওপর
এই নতুন রেটের কারণে গ্রাহকদের ওপর সরাসরি প্রভাব পড়বে। এটি আপনার হোম লোন, পার্সোনাল লোন, কার লোন, বিজনেস লোন ইত্যাদি সব ধরনের লোনের বোঝা বাড়ায়। ব্যাঙ্ক RBI এর রেপো রেট বৃদ্ধি ও হ্রাসের সঙ্গে তার MCLR হার নির্ধারণ করে।
MCLR কী ?
এই নির্দিষ্ট সুদের হারের নিচে কোনও গ্রাহককে ঋণ দিতে পারবে না ব্যাঙ্ক। এটি ক্যাশ রিজার্ভ রেশিও, অপারেটিং কস্ট, ফান্ডের মার্জিনাল কস্ট ও মেয়াদের প্রিমিয়ামের মতো বিষয়গুলির উপর ভিত্তি করে। বাজারের অবস্থার উপর নির্ভর করে ব্যাঙ্কগুলি প্রতি মাসে তাদের MCLR রেট সংশোধন করে।
MCLR Rates Hike: এই ব্যাঙ্কগুলি MCLR হার বাড়িয়েছে
সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদা, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক তাদের এমসিএলআর হার বাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই বাড়ানো হচ্ছে এই রেট।