SCSS Update: প্রবীণ নাগরিকদের (৬০ বছরের বেশি) জন্য এই দুর্দান্ত স্কিম এনেছে সরকার। এই প্রকল্পে বিনিয়োগ করলে ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্কের থেকে বেশি সুদ পাবেন আপনি। সঙ্গে রয়েছে অবসরের পর নিয়মিত আয় ও কর সাশ্রয়ের সুবিধা। বাজার বিশেষজ্ঞরা বলছেন, প্রবীণ নাগরিকদের জন্য লাভের জায়গা সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS)।


Senior Citizen Savings Scheme: সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম কী ?


সরকার-সমর্থিত এই স্কিমে প্রবীণ নাগরিকরা এককালীন অর্থ বিনিয়োগ করে অবসর জীবনের সময় নিয়মিত আয় পেতে পারেন। এই অবসরকালীন সঞ্চয় স্কিমে প্রবীণ নাগরিকদের আয়কর ছাড়ের সুবিধা রয়েছে। ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পাবেন বিনিয়োগকারী। ৫ বছরের এই স্কিমের মেয়াদ অতিরিক্ত ৮ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। এটি স্বল্প সঞ্চয় স্কিমের মধ্যেই পড়ে।


Senior Citizen Savings: কত রিটার্ন পাবেন স্কিমে ?
সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম হল সর্বোচ্চ সুদ প্রদানকারী স্বল্প সঞ্চয় স্কিমগুলির মধ্যে একটি। সরকার সম্প্রতি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রেখেছে। SCSS-এ সুদের হার ৭.৪ শতাংশ রাখা হয়েছে৷ ফিক্সড ডিপোজিটে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হারের থেকে অনেক বেশি দেয় এই স্কিম।


উদাহরণস্বরূপ, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)স্থায়ী আমানতের মেয়াদের ওপর ভিত্তি করে প্রবীণ নাগরিকদের ৩.৫০-৫.৭৫ শতাংশের মধ্যে সুদের হার দেয়। IDFC ফার্স্ট ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ৪.০০-৬.৫০ শতাংশের মধ্যে FD সুদের হার অফার করে৷ ভারতের বৃহত্তম বেসরকারি খাতের ঋণদাতা HDFC Bank ৩.০০-৬.৫০ শতাংশ সুদ দেয়। এই সুদের হার ২ কোটি টাকার নিচে জমা ফিক্সড ডিপোজিটের জন্য দেওয়া হয়। 




SCSS অ্যাকাউন্ট কারা খুলতে পারেন: বৈশিষ্ট্য, যোগ্যতা
৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটি যেকোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে একা বা স্ত্রীর সঙ্গে যৌথভাবে খোলা যেতে পারে। কোনও ব্যক্তি ৫৫-60 বছরের কম বয়সেও এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। সেই ক্ষেত্রে এই নির্দিষ্ট বয়সের মধ্যে সুপার অ্যানুয়েশনে চাকরি থেকে পদত্যাগ করলেই তিনি অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন। প্রতিরক্ষা পরিষেবার অবসরপ্রাপ্ত কর্মী যাদের বয়স ৫০ বছর হয়েছে, তাঁরা এই স্কিমে খাতা খুলতে পারবেন। এ ছাড়াও NRI ও হিন্দু অবিভক্ত পরিবার (HUF) এই অ্যাকাউন্ট খোলার যোগ্য নয়।


Senior Citizen Savings Scheme: কতা টাকা রাখতে হবে ?
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টে ন্যূনতম ১০০০ টাকা জমা দিতে হবে। পরবর্তীকালে ১০০০ টাকার গুণিতকে টাকা জমা করতে পারবেন আমানতকারী। তবে সেই ক্ষেত্রে এই স্কিমে ১৫ লক্ষ টাকার বেশি জমাতে পারবেন না তিনি। ৫ বছরের এই মেয়াদি স্কিমে আপনি চাইলে আরও তিন বছর বাড়াতে পারেন। মনে রাখবেন এই স্কিমে যৌথভাবে অ্যাকাউন্ট খুললেও জমার পুরো পরিমাণ কেবল প্রথম অ্যাকাউন্টধারককেই দেওয়া হবে।


Small Savings Scheme: এই স্কিমে স্বামী-স্ত্রী উভয়ই একে অপরের সঙ্গে একটি অ্যাকাউন্ট ও যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন। আমানতকারী একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তিকে নমিনি করতে পারেন। আমানতকারী চাইলে নমিনির নাম বাতিল অথবা বদল করতে পারেন।


Senior Citizen Savings Scheme: অ্যাকাউন্ট খোলার সময় জমা করা আমানত পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পরে বা আট বছরের মেয়াদ শেষ হওয়ার পরে দেওয়া হয়। একটি অ্যাকাউন্ট থেকে একাধিক টাকা তোলার অনুমতি দেওয়া হয় না। যদি প্রতি ত্রৈমাসিকের সুদ কোনও অ্যাকাউন্টহোল্ডার দাবি না করেন, সেই ক্ষেত্রে এই ধরনের সুদের অতিরিক্ত সুদ পাওয়া যাবে না।


আরও পড়ুন : SBI Charges: এটিএম থেকে বার-বার টাকা তুলছেন ? জেনে নিন, কোন পরিষেবায় কত চার্জ কাটে SBI