Army Dental Corps Recruitment 2022: দেশ সেবার ইচ্ছে থাকলে এটাই হতে পারে সেরা সুযোগ। ভারতীয় সেনাবাহিনী( Indian Army) শর্ট সার্ভিস কমিশনের অধীনে সেনাবাহিনীতে পুরুষ ও মহিলা ডেন্টাল পদের জন্য প্রার্থীদের নিয়োগ করবে। সেই ক্ষেত্রে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET- MDS 2022) এ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
Indian Army Recruitment: কোথায় আবেদন করতে হবে ?
এই নিয়োগের মাধ্যমে ৩০টি পদ পূরণ করা হবে। আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট http://www.joinindianarmy.nic.in-এ আবেদন করতে পারেন। এর জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে ১৫ জুলাই ২০২২।
Indian Army Jobs : কোন পদে কত নিয়োগ ?
পুরুষ - এই পদে নিয়োগের ক্ষেত্রে ২৭টি পদে পুরুষদের নেওয়া হবে।
মহিলা- ইন্ডিয়ান আর্মির এই পদের জন্য মহিলাদের জন্য রয়েছে ৩টি পদ।
Indian Army Recruitment: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
ভারতীয় সেনার এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদনকারী প্রার্থীদের ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত কলেজ থেকে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ 'বিডিএস/এমডিএস' পাশ করতে হবে। এছাড়াও প্রার্থীকে ৩১ জুলাই ২০২২-এর মধ্যে 'ডিসিআই' এর এক বছরের রোটেশনাল ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।
Army Dental Corps Recruitment: এঁরা করতে পারেন আবেদন
এই নিয়োগের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই 'ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট' NEET (MDS)-2022-এ উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের আবেদনের সাথে NEET (MDS)-2022 মার্কশিট/স্কোর কার্ডের কপি জমা দিতে হবে।
Indian Army Recruitment: আবেদনকারীর বয়সসীমা
এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ৪৫ বছরের বেশি হওয়া উচিত নয়।
Army Dental Corps Recruitment : এখানে নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে
ইন্ডিয়ান আর্মি ডেন্টাল কর্পস বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ - ১৫ জুলাই ২০২২।
ইন্ডিয়ান আর্মি ডেন্টাল কর্পস অ্যাপ্লিকেশন শুরু- তারিখ প্রকাশ করা হয়নি।
ভারতীয় সেনা ডেন্টাল কর্পস আবেদনের শেষ তারিখ - ১৪ অগাস্ট ২০২২।
Education Loan Information:
Calculate Education Loan EMI