SBI Alert To Customers: প্রতারকদের থেকে গ্রাহকদের সচেতন করতে ফের বার্তা পাঠাল স্টেট ব্যাঙ্ক। এবার থেকে স্টেট ব্যাঙ্কের নামে যেকোনও মেসেজে পেলেই বিশ্বাস করবেন না। আগে যাচাই করে নেবেন এই বিষয়গুলি।


SBI Tweet: কীভাবে ফাঁদে পা দেন গ্রাহক ?
বেশিরভাগ ক্ষেত্রে KYC আপডেটের নামে গ্রাহকদের ঠকায় প্রতারকরা। দ্রুত অ্যাকাউন্টের তথ্য না জানালে তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দেয় জালিয়াতরা। একবার আপনার অ্যাকাউন্টের তথ্য হাতে এলেই উধাও হবে টাকা। এবার থেকে আর তা হবে না। কেবল স্টেট ব্যাঙ্কের  মেসেজ বুঝতে দেখে নিতে হবে কিছু কোড। যা থাকলে ওই বার্তা যে SBI পাঠিয়েছে তা আর বুঝতে অসুবিধা হবে না। 


SBI Short Codes: কী এই শর্ট কোড ?


এসবিআই এক বার্তায় জানিয়েছে, এসবিআই থেকে যা মেসেজ আসবে তা SBIBNK, SBIINB, SBYONO, ATMSBI, SBI/SB-এর মতো গুরুত্বপূর্ণ কোড দিয়ে পাঠানো হয়। আপনি যদি এই কোডগুলির সঙ্গে মেসেজ পান তাহলে বুঝে নেবেন, এর মধ্যে কোনও জালিয়াতি নেই। এটি স্টেট ব্যাঙ্ক থেকেই পাঠানো হয়েছে।যদি এই কোডগুলি সেখানে না থাকে,  তবে আপনি যে বার্তা পেয়েছেন তা ভুয়ো হতে পারে।


SBI SMS Alert: সাইবার জালিয়াতির চোখে গ্রাহক
যে পদ্ধতিতে ব্যাঙ্ক আপনাকে মেসেজ পাঠায়, সেই পদ্ধতি অনুসরণ করে সাইবার ফ্রড আপনাকে এসএমএসে মেসেজ পাঠায়। ব্যাঙ্কের তরফে কখনও আপনার থেকে ব্যক্তিগত তথ্য ও ওটিপি চাওয়া হয় না। যেকোনও সময় আপনাকে ব্যাঙ্ক থেকে KYC-এর জন্য বিশদ জানতে চাওয়া হয় না। কোনও ব্যাঙ্ক আপনাকে কোনও লিঙ্কে ক্লিক করতে বলে না। এই সবই প্রতারকদের কাজ।


SBI Tweet: এই দেখেও সনাক্ত করা যায় জাল বার্তা 
ব্যাঙ্ক থেকে পাঠানো বার্তাগুলিতে কোনও ভুল থাকে না। প্রতারণামূলক বার্তাগুলিতে অনেক ভুল থাকে। যেখানে ব্যাকরণের ভুল থেকে শুরু করে নাম পর্যন্ত ভুল থাকতে পারে।ব্যাঙ্কগুলি কেবল তাদের গ্রাহকদেরই বার্তা দেয়, সবাইকে নয়।যেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই সেখান থেকে মেসেজ আসতে শুরু করলে বুঝে যাবে সেগুলি ভুয়ো বার্তা। যদি ব্যাঙ্ক থেকে কোনও বার্তা পাঠানো হয়, তবে প্রেরকের মোবাইল নম্বরটি দেখানো হয় না, প্রেরকের ব্যাঙ্কের নামের সংক্ষিপ্ত ফর্মটি দেখানো হয়।


আরও পড়ুন : Govt blocked 348 apps : আপনার গোপন নথি পাচার হচ্ছিল বিদেশে ! ৩৪৮টি অ্যাপ বন্ধ করল সরকার