Cyber Crime: দেশবাসীর গোপন নথি পাচার হচ্ছিল বিদেশে। অভিযাগ পেয়ে তড়িঘড়ি ৩৪৮টি অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি  করল মোদি সরকার। যার মধ্যে চিনে তৈরি কিছু অ্যাপ রয়েছে।


Govt blocked 348 apps: কী বলেছে সরকার ?
অভিযোগ আসছিল বেশ কিছুদিন ধরেই। বার বার বলা হচ্ছিল, দেশবাসীর নতি নিয়ে বিদেশের সার্ভারে পাঠাচ্ছে কিছু অ্যাপ। সম্পূর্ণ অনৈতিকভাবে হচ্ছিল এই কাজ। যাতে অন্যান্য কোম্পানির সঙ্গে রয়েছে চিনে তৈরি কিছু অ্যাপের নাম। অবশেষে সংশ্লিষ্ট এই অ্যাপগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিল ভারত সরকার। বুধবার সংসদে দাঁড়িয়ে রোডমাল নগরের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই বন্ধ করে দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশনগুলি। এই অ্যাপগুলির মাধ্যমে ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা ছাড়াও নিরাপত্তায় আঘাত হানা হচ্ছিল।


Cyber Attack: ব্যাটেলগ্রাউন্ড থেকে সন্দেহ শুরু 
কদিন আগেই BattleGrounds Mobile India (BGMI) অ্যাপ গুগল প্লে-স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়। প্রথমে কেন গুগল এই ধরনের কাজ করল তা নিয়ে ধন্দ বাঁধে। শেষে কোম্পানি জানিয়ে দেয়, সরকারের নির্দেশেই এই গেমিং অ্যাপ প্লে স্টোর থেকে তুলে নিয়েছে কোম্পানি। তথ্যপ্রযুক্তি আইন ৬৯এ মেনে এই অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। অভিযোগ, এই অ্যাপের মাধ্যমে বিদেশের সার্ভারে ভারতীয়দের তথ্য পাচার করা হচ্ছিল।  


BGMI Banned: কীভাবে চলে যাচ্ছিল তথ্য ?
২০২০ সালে চিনের টেনসেন্ট কোম্পা্নির PUBG Mobile গেম নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। সেই সময় চিনের সঙ্গে সীমান্ত নিয়ে সংঘাত লেগেই ছিল ভারতের। তবে শুধু পাবজি নয় , এরসঙ্গে আরও ২০০টি অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে নয়াদিল্লি। পরবর্তীকালে দক্ষিণ কোরিয়ার কোম্পানি ক্রাফটন নিয়ে আসে BattleGrounds Mobile India (BGMI)। এবার দেশবাসীর তথ্য পাচারের অভিযোগে যা ব্যান করেছে কেন্দ্রীয় সরকার। শোনা যাচ্ছে , আরও বেশকিছু অ্যাপের ওপর নজর রাখা হয়েছে। আগামী দিনে সেই অ্যাপগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে কেন্দ্র।


  আরও পড়ুন : Worldwide Mobile Data Ranking: সস্তায় মোবাইল ডেটা দেওয়ার নিরিখে বিশ্বের ৫ নম্বরে ভারত, শীর্ষে কে ?