SBI Update: রিজার্ভ ব্যাঙ্ক আর্থিক নীতিতে পরিবর্তন আনতেই বদলে যাচ্ছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি। সুদের হার বৃদ্ধির পাশাপাশি এবার বন্ডের মাধ্যমে দুই বিলিয়ন ডলার সংগ্রহ করার পরিকল্পনা করছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI।  স্টেট ব্যাঙ্কের তরফে বুধবার জানানো হয়েছে, আগামী সপ্তাহে বন্ড বা অন্যান্য উপায়ে পাবলিক ইস্যুর মাধ্যমে ২ বিলিয়ন ডলার সংগ্রহ করার বিষয়ে আলোচনা করবে ব্যাঙ্কের পরিচালনা পর্ষদ ।


State Bank Of India: আগামী ১০ মে বোর্ডের সভায় হবে বিবেচনা


ইতিমধ্যেই পাবলিক ইস্যুর বিষয়ে স্টক এক্সচেঞ্জগুলিতে বার্তা পাঠিয়েছে SBI। যেখানে ব্যাঙ্ক জানিয়েছে, নতুন উদ্যোগের বিষয়ে কেন্দ্রীয় বোর্ডের কার্যনির্বাহী কমিটি ১০ ​​মে একটি বৈঠক করবে। যেখানে এই প্রস্তাবটি বিবেচনা করা হবে। বুধবার BSE-তে SBI-এর স্টক ২.২৭ শতাংশ কমে ৪৭৯.৬০ টাকায় বন্ধ হয়েছে।


SBI News: এপ্রিলেই ৫০০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছিল স্টেট ব্যাঙ্ক


দেশের বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাঙ্ক SBI এপ্রিলেই IFSC GIFT City শাখার মাধ্যমে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে। আপনি যদি ভারতীয় টাকায় এই পরিমাণটি দেখেন, তবে এটি প্রায় ৩৮০০ কোটি টাকা। ব্যবসা বাড়াতে SBI ক্রমাগত তার মূলধন বৃদ্ধি করে যাচ্ছে। বিদেশি বাজারেও বিশ্বাসযোগ্যতার কারণে ভাল ব্যবসা করছে এই ব্যাঙ্ক।


SBI Update: সুদের হার বৃদ্ধির আশঙ্কা


গতকালই রেপো রেটে বড় পরিবর্তন করেছে রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট ০.৪০ শতাংশ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই বর্ধিত হার অবিলম্বে কার্যকর করতে হবে সব ব্যাঙ্কগুলিকে। যার ফলে সব ব্যাঙ্ককেই সুদের হার বৃদ্ধির বৃদ্ধির পথে হাঁটতে হবে। এই বর্ধিত হারের প্রভাব গ্রাহকদের ওপরেও পড়বে।ফলে আরও ব্যয়বহুল হতে চলেছে SBI ঋণে সুদের হার।


আরও পড়ুন : Government Scheme: মহিলারা পাবেন ২লক্ষ ২০ হাজার টাকা ! প্রধানমন্ত্রী নারী শক্তি যোজনার এই বার্তা পেয়েছেন ?